সকালে ঢাকায় বৃষ্টি-বজ্রপাত
Published : Tuesday, 3 September, 2024 at 7:57 AM, Update: 03.09.2024 9:14:01 AM
সকাল থেকে রাজধানীতে বিভিন্ন জায়গায় ঝরছে বৃষ্টি। গত কয়েকদিনের তীব্র গরমের পর বৃষ্টির ফলে গরমে অতিষ্ঠ প্রাণ-প্রকৃতিতে মিলেছে স্বস্তি।
মঙ্গলবার ভোর ৫টা থেকে বৃষ্টি শুরু হয়। মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডি, গুলশান, বারিধারা, বিমানবন্দরসহ আশপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি হয়। এ সময় থেমে থেমে বজ্রপাতও হয়েছে।
সকালের এ বৃষ্টিতে কিছুটা হলেও ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। এছাড়া নগরীর একাধিক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
দেশসংবাদ/এএসএম