বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলা আসামি করা হয়েছে দেশের অন্যতম কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে (তৌহিদ উদ্দিন)। এ মামলার ১১ নম্বর আসামি তিনি।
যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, জয়নাল আবেদীন নামে এক ব্যক্তির করা এ হত্যা মামলায় সর্বমোট ২৫ জনকে আসামি করা হয়েছে।
প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসামির তালিকায় ২ নম্বরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে আছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।