৬ দল নিয়ে সরকারী জামিলা আইনুল আনন্দ বিদ্যাল কলেজের মাঠে গড়ালো আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্ট। যেখানে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে দশম শ্রেনীর শিক্ষার্থীরা।
রোববার ( ১ সেপ্টেম্বর) সকালে নবম ও দশম শ্রেনীর শিক্ষার্থীদের ফুটবল ম্যাচটি হয়েছে জমজমাট। দুই দলই শুরু থেকে লড়াইয়ের মনোভাব নিয়ে মাঠে নামলেও শেষ পর্যন্ত ম্যাচের ফল যায় দশম শ্রেনীর পক্ষে। নবম শ্রেনীকে তারা হারায় ২-০ গোলের ব্যববধানে।
চারদিন ব্যাপি আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর। স্কুলের প্রধান শিক্ষক মোজাম্মেল হক পাটোয়ারীর ও কমিটির আহ্বাক আফরোজা সুলতানার উদ্দোগে আয়োজিত হয়েছে এই টুর্নামেন্ট।
তারা বলেন শিক্ষর্থীদের মানুষিক বিকাশ ও শরীর গঠনে সবচাইতে বড় ভুমিকা রাখে খেলাধুলা। তাই ফুটবল সহ অন্য সব খেলায় শিক্ষার্থীদের উৎসাহ জোগানো সহ সারা বছর আরও বিভিন্ন ধরনের উদ্দোগ নিয়ে থাকেন তারা।