Published : Sunday, 1 September, 2024 at 9:51 AM, Update: 01.09.2024 12:43:05 PM
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে একটি যাত্রীবাহী বাস উল্টে সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৩১ আগস্ট) অঙ্গরাজ্যের ভিকসবার্গের পূর্ব দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাজ্য পুলিশ সংস্থা মিসিসিপি হাইওয়ে পেট্রোল জানিয়েছে, দুর্ঘটনাটি ওয়ারেন কাউন্টির বোভিনার কাছের ইন্টারস্টেট ২০- এ ঘটে। সংস্থাটি আরো জানিয়েছে, আহতাবস্থায় ৩৭জন যাত্রীকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ওয়ারেন কাউন্টি শেরিফ মার্টিন পেস বলেন, যখনই কোনো আহত বা নিহতের ঘটনা ঘটে তা দুঃখজনক। কিন্তু যখন এমন পরিস্থিতি হয় যেখানে একাধিক হতাহতের ঘটনা ঘটে তখন পরিস্থিতি আরো বেশি খারাপ হয়।
ওয়ারেন কাউন্টির তদন্তকারী ডউগ হাস্কি বলেন, বাসের অধিকাংশ যাত্রীই লাতিন আমেরিকান।