অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে দেশে চাঁদাবাজি বন্ধ, দ্রুত স্থানীয় থেকে জাতীয় পর্যায়ের নির্বাচনসহ ৮৩টি সুপারিশ করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
শনিবার (৩১ আগস্ট) বিকেল প্রধান উপদেষ্টার আমন্ত্রণে তার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মত বিনিময় শেষে এই কথা জানান পার্টির প্রেসিডেন্ট ড. অলি আহমেদ।
তিনি বলেন, এলডিপির পক্ষ থেকে আমরা ৮৩টি সুপারিশ করেছি। এগুলো দলীয় কোনো উপকার, রাজনৈতিক ফায়দা ও আমাদের ব্যক্তিগত কোনো সুবিধার জন্য নয়। স্বৈরাচারী সরকার অতীতে ছিল। ফ্যাসিবাদী কায়দায় পরিচালিত হতো। জনগণের মানবাধিকার ছিল না, স্বাধীনতা ছিল না।
তাদের দাবিগুলো ‘একটি পরিচ্ছন্ন বাংলাদেশ’ গঠনে মন্তব্য করে অলি আহমদ বলেন, বাংলাদেশ এখনও চাঁদাবাজ মুক্ত হয়নি। প্রস্তাবগুলো গ্রহণ করলে একটি পরিচ্ছন্ন দেশ পাওয়া যাবে।
আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা অত্যন্ত প্রয়োজন উল্লেখ করে এই রাজনীতিবিদ বলেন, অন্তর্বর্তী সরকার এখনও বিপদমুক্ত নয়। আওয়ামী লীগের সহযোগী, দেশের শত্রুদের কারাগারে নিক্ষেপ করতে হবে। এদের কঠোর হাতে দমন করতে হবে।
সব পর্যায়ের নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ ঘোষণার দাবি জানানো হয়েছে উল্লেখ করে অলি বলেন, সংস্কারের পর যতো তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিতে হবে। রাজনৈতিক দলগুলোকে বলবো, ক্ষমতায় আসার কথা ভুলে যান।
তিনি জানান, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
শেষে অলি মন্তব্য করেন, নির্বাচনের জন্য দীর্ঘ সময় নিলে অন্তর্বর্তী সরকার চালাতে পারবে না।