Published : Saturday, 31 August, 2024 at 8:32 PM, Update: 31.08.2024 9:08:03 PM
দেশে এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৬ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮৩ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৮৪১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন ভর্তি আছেন ১ হাজার ৩৩৩ জন রোগী। তাদের মধ্যে ঢাকায় ৭৮০ জন এবং ঢাকার বাইরে ৫৫৩ জন।