প্রথম সেশনে খুব একটা দ্যুতি ছড়াতে পারেনি বাংলাদেশি বোলাররা। তবে পরের দুই সেশনে পাত্তা পায়নি পাকিস্তানি ব্যাটাররা। এক মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতেই কুপোকাত শান মাসুদের দল। গতি আর সুইংয়ে স্বাগতিকদের কাবু করেছেন পেসার তাসকিন আহমেদও।
রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করেছে পাকিস্তান। টাইগারদের পক্ষে একাই ৫ উইকেট নিয়েছেন মিরাজ। ৩ উইকেট পকেটে পুরেছেন তাসকিন আহমেদ। পাকিস্তানের পক্ষে ফিফটি হাঁকিয়েছেন শান মাসুদ, সাইম আইয়ুব ও সালমান আলী আঘা।
প্রথম দিন বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় দিন শনিবার (৩১ আগস্ট) টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। আর তাতে বল হাতে প্রত্যাশিত সাফল্যও পেল লাল সবুজের প্রতিনিধিরা। ব্যাট হাতে এবার পাকিস্তানি বোলারদের জবাব দেয়ার পালা।