আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে গুমের মতো ঘৃণ্য অপরাধ করে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই গুমবিরোধী সনদে সই করা সরকারের কাছে তার দাবি, জাতিসংঘের যে কমিটি এসেছে তাদের দিয়ে গেলো ১৫ বছরের সব মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করুন। শুধু দুই মাসের করলে হবে না।
শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে বিএনপির সংহতি সভায় তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, গুমের শিকার পরিবারের সদস্যরা এখনও তাদের স্বজন ফেরার অপেক্ষা করছেন। তারা কেউ জানে না স্বজনদের সঙ্গে আসলে কী ঘটেছিলো। দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এখন মানুষ প্রাণ ভরে নিশ্বাস নিতে পারছে।
এসময় তিনি দাবি করেন, গুম হয়েছেন এমন প্রতিটি পরিবারকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হোক। কেননা তারা অনেক অসহায় অবস্থায় জীবনযাপন করছেন। একই সঙ্গে তিনি এও দাবি করেন যে, গুমের জন্য যারা দায়ি, এমন পুলিশ-র্যাব কর্মকর্তাদের শাস্তির আওতায় আনতে হবে।
এখনও পূর্ণ গণতন্ত্র আসেনি মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এই সরকারকে সহযোগিতা করা হবে, যেন একটি সুন্দর, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে পূর্ণ গণতন্ত্রের প্রতিষ্ঠা করা যায়। তবে এখনও দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। তারা অপেক্ষায় আছে কীভাবে দেশটাকে পেছনে নিয়ে যাওয়া যায়।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গুম প্রকল্পের নেতা শেখ হাসিনা। সব সত্য উদঘাটন করে সহযোগীদের বিচার করতে হবে। মামলা হয়েছে, কিন্তু আমরা চাই আন্তর্জাতিকভাবে এটার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক।
শেখ হাসিনা গুম বিরোধী সনদে সই করেনি, তবে ইউনূস সাহেব করেছেন- বিএনপি সেজন্য আনন্দিত। জাতিসংঘের মানবাধিকার কমিশনের মাধ্যমে এর সুরাহা করতে হবে, যোগ করেন খসরু।
এই সভায় বক্তব্য দেন ৬১ দিন গুমের শিকার হয়ে দীর্ঘ ৯ বছর পর ভারতে নির্বাসিত থাকার পর দেশে ফেরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
তিনি অভিযোগ করেন, গুমের দায়িত্ব পালন করা জিয়াউল হককে গ্রেপ্তার করা হলেও তাকে ঠিক মত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না।
ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়ে তিনি হুশিয়ারি দেন, যদি তাকে ফেরত না পাঠানো হয় তাহলে আন্তর্জাতিক আদালতে তাদের বিচারের ব্যবস্থা করা হবে।
সালাউদ্দিন বলেন, সাবেক সেনা প্রধান আজিজ বহু গুম-খুনের নায়ক। সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করতে হবে। যদি এদের বিচার না করা হয় বিএনপি এখনও রাস্তায় আছে।
তিনি আরও বলেন, মিডিয়ায় অনেকে দালালি করেছেন। এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনার অন্যায়ের সিরিজ রিপোর্ট করুন। নইলে সব সংবাদমাধ্যম ঘেরাও করা হবে। কেউ ছাড় পাবেন না।