Published : Thursday, 29 August, 2024 at 4:08 PM, Update: 29.08.2024 7:31:28 PM
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীসহ দলটির একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে বিকাল ৩ টা ৫০ মিনিটে তারা যমুনায় পৌঁছান তারা।
এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রধান উপদেষ্টার বাসভবনে দাওয়াত আছে। বিএনপির মহাসচিবের সঙ্গে দলটির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ গিয়েছেন। বিকাল ৩ টা ৫০ মিনিটে তারা যমুনায় প্রবেশ করেন।