হত্যা মামালার আসামি সাকিব আল হাসানকে প্রয়োজনে আইনী সহায়তা দেবে বলে জানিয়েছে বিসিবি। আর মামলা হলেই অতি উৎসাহী হয়ে কাউকে গ্রেপ্তার না করার আহ্বান জানিয়েছেন অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে আইন উপদেষ্টা এসব কথা বলেন।
এ সময় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের নামে হত্যা মামলার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে আইন উপদেষ্টা বলেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে একটা হত্যা মামলা হয়েছে। এটি নিয়ে দেশ-বিদেশে আলোচনা হচ্ছে। সেটি সরকারের নজর এসেছে কি না, জানতে চাইলে আসিফ নজরুল বলেন, এটাও তো আওয়ামী লীগই শুরু করেছিল।
তিনি আরও বলেন, সাকিব তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনেনি, সে নিজে অনেক কিছু অর্জন করেছে। ফুটবলার আমিনুল বাংলাদেশের জন্য পুরস্কার বয়ে এনেছিলো, জাতীয় দলের ক্যাপ্টেন ছিলো। আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছিলো, আপনারা কি সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন? আমিনুলকে জেলে ভরা হয়েছিল। সাকিবের বিরুদ্ধে তো শুধু মামলা হয়েছে।
তবে অতিউৎসাহি হয়ে তাকে গ্রেপ্তার করা হবে না বলেও নিশ্চিত করেন আইন উপদেষ্টা, পুলিশ প্রশাসনের ব্যাপার, আমরা যেটুকু বলার বলেছি। মামলা বা এফআইআর হওয়া মানেই কিন্তু গ্রেপ্তার হওয়া না। আমার বিশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রণালায় থেকে উদ্যোগ নেয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তার করতে না যায়।
প্রসঙ্গত, গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে ২২ আগস্ট ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলায় দায়ের করা হয়। সাকিবকে মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে।