রাজনৈতিক পট পরিবর্তনের আগে থেকেই দেশের বাইরে ছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই অনেকেই তার বিরুদ্ধে হত্যা মামলার পেছনে রাজনৈতিক প্রতিহিংসাকে দায়ী করছেন। সাকিবের এমন দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ।
সংগঠনটির সাধারণ সম্পাদক দেবব্রত পাল স্বাক্ষরিত বিবৃতিতে কোয়াব লিখেছে, ‘সম্প্রতি দায়েরকৃত একটি হত্যা মামলায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আসামি করা হয়েছে মর্মে জানতে পেরেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- কোয়াব। সাবেক ও বর্তমান ক্রিকেটারদের কল্যাণে গঠিত সংগঠন কোয়াব সাকিব আল হাসানের প্রতি খেলোয়াড় বিবেচনায় সহানুভূতি প্রদর্শনের আহ্বান জানিয়েছে।’
‘সাকিব আল হাসানের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা-সমালোচনা থাকতে পারে। কারোর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগের প্রেক্ষিতে দায়েরকৃত কোনো মামলার বিষয়ে কোয়াবের বক্তব্য নেই। কোয়াব মনে করে, বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম।’
হত্যা মামলার চাপ মাথায় নিয়েই রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনে স্পিন ভেল্কি দেখান বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে প্রয়োজনীয় সময়ে ৩ উইকেট দখল করেন। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে বাঁহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারী এখন সাকিব।
মি. অলরাউন্ডারের পারফরম্যান্সের গুরুত্ব তুলে ধরে কোয়াব আরো লিখেছে , ‘সাকিব আল হাসানের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা-সমালোচনা থাকতে পারে। কারোর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগের প্রেক্ষিতে দায়েরকৃত কোনো মামলার বিষয়ে কোয়াবের বক্তব্য নেই। কোয়াব মনে করে, বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম।’
শুধুমাত্র রাজনৈতিক কারণে সাকিব যেন মামলার আসামি না হন, সেই অনুরোধ করেছে কোয়াব। নতুবা মামলা সংক্রান্ত দুশ্চিন্তা এবং জটিলতা সাকিবের ক্রিকেট পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং এমন প্রতিভা ঝরে যাওয়ার মতো অবস্থাও সৃষ্টি হতে পারে। এতে দেশের ক্রিকেটেরও অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বলে সংগঠনটি দাবি করে।
বিবৃতির শেষাংশে কোয়াব আশা প্রকাশ করে, সাকিবের বিরুদ্ধে দায়েরকৃত মামলা সহানুভূতির সাথে দেখবে অন্তর্বর্তীকালীন সরকার। একইসঙ্গে তার খেলোয়াড় সত্ত্বা আলাদাভাবে বিবেচনার অনুরোধ জানিয়ে তার প্রতি সর্বোচ্চ সহানুভূতি কামনা করা হয়।