স্বৈরাচার ও ফ্যাসিবাদের দোসর, রাজপথে ছাত্র-জনতার উপর গণহত্যার মদতদাতা বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম প্যানেলের সকল কার্যনির্বাহী সদস্যেদের আগামী এক সপ্তাহের মধ্যে পদত্যাগের দাবি জানিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতির (বিইএ) বৈষম্যবিরোধী সদস্যরা।
সোমবার (২৬ আগষ্ট) এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানান তারা।
এতে বলা হয়, সাধারণ ছাত্র-জনতা যখন তাদের ন্যায্য দাবি আদায়ের রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিচ্ছিল, ঠিক তখনই বিইএ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহক কমিটির নেতৃবৃন্দ ঐ রক্তের উপর দিয়ে হেঁটে অত্যন্ত জঘন্যভাবে স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রীর সাথে ষড়যন্ত্রের হাত মিলিয়ে গণহত্যার মদদ দিয়েছিল। ফলে, স্বৈরাচারী সরকারের মতো বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যনির্বাহক কমিটির নেতৃবৃন্দের হাতও রাজপথে সাধারণ ছাত্র-জনতার রক্তে রঞ্জিত করেছে।
এ ধরনের কার্যকলাপ দেশের জনস্বার্থ ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে চরম বাধা সৃষ্টির শামিল। তাই, দেশের অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন, জবাবদিহিতা, ব্যাংক লুটপাট বন্ধ ও দুর্নীতিমুক্ত শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করার লক্ষ্যে বিইএ কার্যনির্বাহী কমিটির সদস্যেদের পদত্যাগ দাবি জানানো হয়েছে।