Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ টিউলিপকে বরখাস্তে প্রবল চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী ■ এনসিটিবির সামনে দুপক্ষের সংঘর্ষ, আহত অনেকেই ■ ‘বিচারের পর দল নিয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ আছে’ ■ অস্ত্র মামলায় রিমান্ডে ছাগলকাণ্ডের মতিউর ■ যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনে সম্পর্ক হোঁচট খাবে না ■ দুদক সংস্কারে ৪৭ সুপারিশ ■ অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস
সাকিবের জোড়া আঘাত, জয়ের স্বপ্ন নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ
Published : Sunday, 25 August, 2024 at 1:58 PM, Update: 25.08.2024 9:06:29 PM

সাকিবের জোড়া আঘাত, জয়ের স্বপ্ন নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

সাকিবের জোড়া আঘাত, জয়ের স্বপ্ন নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

রাওয়ালপিন্ডি টেস্টে অপেক্ষা করছে রোমাঞ্চ। যেখানে চমক দেখাচ্ছে বাংলাদেশ। ড্রয়ের পথে যাওয়া টেস্টে প্রাণ ফিরিয়ে এনেছে বাংলাদেশের বোলাররা। পঞ্চম দিনের প্রথম সেশনে ৫ পাক ব্যাটারকে ফিরিয়ে জয়ের সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশ। ৬ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে গেছে পাকিস্তান। বাংলাদেশের চেয়ে এখনো ৯ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৮ রান তুলেছে পাকিস্তান। এতে বাংলাদেশের থেকে ৯ রানে পিছিয়ে থেকে মধ্যাহ্নভোজে গেছে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ২২* এবং শাহিন আফ্রিদি ১ রানে অপরাজিত রয়েছে।

রোববার (২৫ আগস্ট) দিনের শুরুতে শরিফুলের আঘাতে সাজঘরে ফেরেন শান মাসুদ (১৪)। এরপর বাবর আজমের ক্যাচ মিস করেন লিটন দাস। তবে পিচে থিতু হতে পারেননি এই পাক ব্যাটার। ৫০ বলে ২২ রান করে নাহিদ রানার বলে বোল্ড আউট হন তিনি।

পরের ওভারের দুই ওভারে সাউদ শাকিল (০) ও আব্দুল্লাহ শাফিককে (৩৭) সাজঘরে ফিরিয়ে জোড়া শিকার করেন সাকিব আল হাসান। অন্যদিকে মিরাজের স্পিন ঘূর্ণিতে শিকার হন আঘা সালমান। এতে দলীয় ১০৫ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। এতে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

এর আগে তৃতীয় এবং চতুর্থ দিনে দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তানের ৪৪৮ রানের লক্ষ্য ভেদ করে ১১৭ রানের লিড পেয়েছে সফরকারীরা। নিজেদের প্রথম ইনিংসে ৫৬৫ রানে অলআউট হয় টাইগাররা।

দিনের শেষ সময়ে ব্যাটিংয়ে নেমে হোঁচট খায় স্বাগতিকরা। ইনিংসের তৃতীয় ওভারে ১ রান করে সাজঘরে ফেরেন ওপেনার সাইম আইয়ুব। শেষ পর্যন্ত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ২৩ রান তুলে দিনশেষ করেছে পাকিস্তান। আব্দুল্লাহ শাফিক ১২* রান এবং ৯ রানে অপরাজিত ছিল শান মাসুদ। এখান থেকে পঞ্চম দিনের খেলা শুরু করেছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up