পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে এম মাসরুর রিয়াজকে।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। তিনি পরবর্তী চার বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কাজ করছেন মাশরুর রিয়াজ। এর আগে বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ হিসেবে কাজ করেছেন।
গত রোববার বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ মোহসীন চৌধুরীকে নিয়োগ দেয়া হয়। এর আগে তিনি সংস্থাটির কমিশনারের দায়িত্বে ছিলেন।
শনিবার রাতে পদত্যাগ করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক শিবলী বিএসইসির চেয়ারম্যান হিসাবে প্রথম নিয়োগ দেয়া হয় ২০২০ সালের মে মাসে। এরপর গত এপ্রিলে তার নিয়োগের মেয়াদ আরো চারবছর বাড়ানো।