পুঁজিবাজার নিয়ন্ত্রকসংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেছেন।
শনিবার (১০ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর ইমেইলে পদত্যাগপত্র পাছিয়েছেন নিশ্চিত করেছেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক শিবলী বিএসইসির চেয়ারম্যান হিসাবে প্রথম নিয়োগ দেয়া হয় ২০২০ সালের মে মাসে। এরপর গত এপ্রিলে তার নিয়োগের মেয়াদ আরো চারবছর বাড়ানো।
নতুন অন্তর্বর্তী সরকারের শপথ নেয়ার পর থেকেই নিয়ন্ত্রক সংস্থাসহ বিভিন্ন জায়গায় শীর্ষ কর্মকর্তাদের ব্যাপক রদবদল করা হচ্ছে। বিএসইসিকেও পুরোপুরি ঢেলে সাজানো উদ্যোগ নেয়া হয়েছে।