Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ আইন ও বিচার বিভাগের নতুন সচিব গোলাম রব্বানী ■ নিম্ন আদালতের ১৬৮ বিচারককে বদলি ■ চীনা সৈন্যরা এখন ভারতের সেভেন সিস্টার্সে ■ দেউলিয়া হওয়ার শঙ্কায় মালদ্বীপ ■ প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক হবে সম্মান ও ন্যায্যতার ■ দেউলিয়া হওয়ার পথে ১০ ব্যাংক ■ ‘গুম’ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি হবে
খুলনায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ
Published : Friday, 2 August, 2024 at 5:34 PM

খুলনায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

খুলনায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে খুলনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২ আগস্ট) বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক ও জিরোপয়েন্ট এলাকায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। শিক্ষার্থীও পুলিশকে লক্ষ্যে করে ইটপাটকেল নিক্ষেপ ঘটনা ঘটে।

এ সময় বিপুল সংখ্যক শিক্ষার্থী মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ ধীরে ধীরে পিছু হটে। পরে শিক্ষার্থীরা জিরোপয়েন্টে অবস্থান নেন। সেখানে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া নিয়ে বিকেল ৪টার দিকে দ্বিতীয় দফায় সংঘর্ষ শুরু হয়।

এদিকে রূপসা সেতু বাইপাসের দুই পাশে রয়েছে পুলিশ। শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশ একের পর এক টিয়ালশেল ও রাবার বুলেট ছুড়ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। বর্তমানে জিরোপয়েন্ট মোড়ে অবস্থান নিয়ে আছেন শিক্ষার্থীরা।

খুলনায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ

খুলনায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ









এর আগে দুপুরে খুলনা নিউ মার্কেট এলাকা থেকে বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল শুরু করেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারাীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা দোয়া ও ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচিতে নিউ মার্কেট এলাকায় যেতে দিচ্ছে না পুলিশ। তারা আমাদের ফিরিয়ে দিচ্ছে। বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের বাধা দিচ্ছে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাই। দুপুর ২টার পর শিক্ষার্থীরা বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে গণমিছিল করেন। বিকেল ৩টার দিকে তারা বিভিন্ন সড়ক ঘুরে শিববাড়ী, সোনাডাঙ্গা ও গল্লামারী হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নেয়। পরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ারশেল ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয়া হয়েছে। টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। এতে অনেকেই আহত হয়েছেন। এভাবে শিক্ষার্থীদের আন্দোলন দমানো যাবে না।

দেশ সংবাদ/এসএইচ


আরও সংবাদ   বিষয়:  সংঘর্ষ   পুলিশ   ছাত্র আন্দোলন   বৈষম্যবিরোধী   বিক্ষোভ   


আপনার মতামত দিন
‘শহীদি মার্চ’ সমাবেশ থেকে ৫ দাবি
নিজস্ব প্রতিবেদক
Thursday, 5 September, 2024
৫ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 5 September, 2024
‘শহীদি মার্চে’ লাখো ছাত্র-জনতার স্রোত
ঢাবি প্রতিনিধি
Thursday, 5 September, 2024
ইউজিসির নতুন চেয়ারম্যান অধ্যাপক ফায়েজ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 5 September, 2024
যে রাস্তা দিয়ে হবে ‘শহীদি মার্চ’
নিজস্ব প্রতিবেদক
Thursday, 5 September, 2024
ছাত্র-জনতার অভ্যুত্থানে বিজয়ের এক মাস
নিজস্ব প্রতিবেদক
Thursday, 5 September, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up