Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ■ সীমান্তে ‘ভারতীয় খাসিয়ার গুলিতে’ বাংলাদেশি নিহত ■ সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদারের নির্দেশ ■ বাংলাদেশ বিমানের দুবাইফেরত উড়োজাহাজ জব্দ ■ কাকরাইলে সাদপন্থিদের সব ধরনের জমায়েত নিষিদ্ধ ■ ৩ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ ■ সচিবালয়ে আগুন: আরও দুইটি তদন্ত কমিটি গঠন
সবজির বাজারে স্বস্তি, চালে অস্বস্তি
Published : Friday, 2 August, 2024 at 1:22 PM, Update: 02.08.2024 1:24:58 PM

সবজির বাজারে স্বস্তি, চালে অস্বস্তি

সবজির বাজারে স্বস্তি, চালে অস্বস্তি

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার কারণে রাজধানীর বাজারে পণ্যের দামে দেখা দিয়েছিল বাজারে পণ্যে অস্থিরতা।  ১৫০ টাকাও ছাড়িয়েছিল বেশকিছু সবজির দাম। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বাজারে এখন পণ্য সরবরাহ বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে মাছ ও মুরগিসহ প্রায় সব ধরনের সবজির দাম কমেছে। তবে উল্টো চিত্র চালের বাজারে; দাম বেড়ে গেছে কেজিতে ২ থেকে ৩ টাকা পর্যন্ত।

শুক্রবার (০২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল মার্কেট ও হাতিরপুল বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

দেখা যায়, কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে মাছের দাম। প্রতি কেজিতে পাঙাশ ১৮০ থেকে ২০০ টাকায়, রুই (দেড়-দুই কেজি) ৩৫০ থেকে ৩৬০ টাকায়, তেলাপিয়া ১৯০ থেকে ২০০ টাকায় আর পাবদা ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
 
টাউন হল মার্কেটের মাছ বিক্রেতা রাজা মিয়া বলেন, আড়তে মাছের সরবরাহ বেড়েছে। সেই তুলনায় বাজারে মাছের চাহিদা নেই। ফলে দাম কিছুটা কমতি।
 
তবে ভরা মৌসুমেও বাজারে চড়া দাম ইলিশের। খুচরা বাজারে এক কেজি ওজনের ইলিশ ১৫০০ থেকে ১৬০০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট ইলিশ (৫০০ থেকে ৬০০ গ্রাম) বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১২০০ টাকায়।


সপ্তাহ ব্যবধানে কেজিতে ১০-২০ টাকা পর্যন্ত কমেছে মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকায় আর সোনালি মুরগি ২৭০-২৮০ টাকায়। গত সপ্তাহে এগুলো বিক্রি হয়েছিল যথাক্রমে ১৯০ ও ৩০০ টাকায়।
 
তবে সপ্তাহ ব্যবধানে ফার্মের মুরগির ডিম ডজনে পাঁচ টাকা বেড়ে ১৪৫ টকায় বিক্রি হতে দেখা গেছে।
 
এদিকে, চালের বাজারে নতুন করে তৈরি হয়েছে অস্থিরতা। চালের বস্তাপ্রতি (৫০ কেজির বস্তা) দাম বেড়ে গেছে ১০০-১৫০ টাকা পর্যন্ত।
 
মোটা চাল (স্বর্ণা) কেজিতে ২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫২ টাকায়। অর্থাৎ বস্তাপ্রতি দাম বেড়েছে ১০০ টাকা। এছাড়া মাঝারি মানের চাল (বিআর-২৮) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৬ টাকায়; গত সপ্তাহে এর দাম ছিল ৫৫ টাকা। কেজিতে ৩ টাকা বেড়ে বিআর-২৯ বিক্রি হচ্ছে ৫৮ টাকায়। তবে দাম বাড়েনি সুগন্ধি চালের; প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।
 
চাল ব্যবসায়ীরা বলছেন, সহিংসতা ঘিরে ট্রাক ভাড়া বেড়েছে, যার প্রভাব পড়েছে চালের বাজারে।
 
এদিকে, লাগামহীন দাম অনেকটাই কমে স্বস্তি ফিরেছে সবজির বাজারে। প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমে ৫০-৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। তবে দেশি শসা, বরবটি ও গাজরের দাম এখন শতকের ঘরে রয়েছে।

পেঁয়াজের দামও কেজিতে ১০ টাকা কমেছে। দেশি পেঁয়াজ বাজার ভেদে বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা কেজিতে। গত সপ্তাহে এটি ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হয়েছে। তবে আলুর দামে কোন পরিবর্তন নেই। আলু প্রতি কেজি ৬০-৬৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 26 December, 2024
ভারত থেকে চাল নিয়ে চট্টগ্রামে পৌঁছেছে জাহাজ
চট্টগ্রাম প্রতিনিধি
Wednesday, 25 December, 2024
এস আলম গ্রুপের ৬ কারখানা বন্ধ ঘোষণা
চট্টগ্রাম প্রতিনিধি
Tuesday, 24 December, 2024
রিটার্ন জমার সময় বাড়ল আরও এক মাস
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 24 December, 2024
কমলো স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক
Monday, 23 December, 2024
কারখানা খুলে দেয়ার দাবিতে মহাসড়কে অবরোধ
গাজীপুর প্রতিনিধি
Monday, 23 December, 2024
পাকিস্তান থেকে আসা জাহাজে যা যা রয়েছে
চট্টগ্রাম ব্যুরো
Saturday, 21 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up