এবারের প্যারিস অলিম্পিকে জুডো ও বক্সিংয়ের ইভেন্টে লিঙ্গ বিতর্ক তৈরি হয়েছে। জুডোতে সরাসরি নারী অ্যাথলেটের লিঙ্গ নিয়ে প্রশ্ন ওঠে। আর বক্সিংয়ে নারী বক্সারকে পুরুষ বলে ইঙ্গিত করা হয়। পোল্যান্ডের হয়ে জুডোতে অংশ নেন অ্যাঙ্গেলিকা সিজিমানস্কা।
তিনি লড়েন মেক্সিকোর অ্যাথলেট প্রিসকা আউয়িতি আলকারাজের সঙ্গে। সেখানে তিনি হেরে যান। এরপর অবশ্য তার দেশের অনেকে মেক্সিকোর আলকারাজকে পুরুষ হিসেবে উল্লেখ করেন। সেই তালিকায় দেশটির বিচারপতি ও সরকারের সাবেক এক মন্ত্রীও রয়েছেন।
অবশ্য পোল্যান্ডের অ্যাথলেট অ্যাঙ্গেলিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, তিনি কোনো ঘৃণা ছড়াতে চান না। তিনি এও চান না কেউ তার প্রতিপক্ষকে ঘৃণা করুক। তাকে জড়িয়ে অনেক অভিযোগ শোনা যাচ্ছে। সেগুলো সব ভুল ব্যাখ্যা করা হচ্ছে।’
মূলত অ্যাঙ্গেলিকা হেরে যাওয়ার পরই পরই তার দেশের মানুষজন এমন গুজব ছড়াচ্ছে। অ্যাঙ্গেলিকা ওয়ার্ল্ড জুডো চ্যাম্পিয়নশিপে রৌপ্য জিতেছিলেন। প্যারিসেও এসেছিলেন পদক জয়ের আশা নিয়ে।
কিন্তু দ্বিতীয় রাউন্ডেই মেক্সিকোর আলকারাজের কাছে হেরে যাওয়ায় বিষয়টি ইতিবাচকভাবে নিতে পারেনি অনেকে। তাইতো তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, অ্যাঙ্গেলিকা কোনো নারীর সঙ্গে লড়াই করেনি। সে নারী বেশধারী পুরুষের সঙ্গে লড়াই করেছে।
এদিকে লিঙ্গ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বক্সিংয়েও। মেয়েদের ৬৬ কেজি ওজন শ্রেণিতে মুখোমুখি হয়েছিলেন ইতালির অ্যাঞ্জেল কারিনি ও আলজেরিয়ার ইমানে খেলিফ। কিন্তু ৪৬ সেকেন্ডের মাথায় খেলিফের এক পাঞ্চ খেয়েই খেলা ছেড়ে উঠে যান অ্যাঞ্জেলা এবং খেলিফ জয় পান।
বিতর্ক ওঠার মূল কারণ ভারতে অনুষ্ঠিত গেল ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ। সেখানে লিঙ্গ পরিচায়ক যথাযথ ক্রাইটেরিয়া পরিপূর্ণ করতে না পারায় তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি।
অ্যাঞ্জেলাকে অবশ্য বেশ কাঁদতে দেখা গেছে। তার কোচ এ বিষয়ে জানিয়েছেন, সে তার নাকে ব্যাথা অনুভব করছিল। বিষয়টি আমাকে বলায় আমি আর তাকে লড়াই করতে পাঠাইনি।’
জানা গেছে, মিক্স জোনে অ্যাঞ্জেলা জানিয়েছেন, তার ক্যারিয়ারে এর আগে কখনো কেউ তাকে এতো জোরে পাঞ্চ দেয়নি। তিনি খেলিফকে সরাসরি পুরুষ না বললেও সেদিকেই ইঙ্গিত দিয়েছেন।