Published : Tuesday, 30 July, 2024 at 12:39 PM, Update: 30.07.2024 12:45:55 PM
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার ওয়েনাদে ব্যাপক ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে। এ ঘটনায় আরও শতাধিক মানুষ আটকা পড়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। তাদের উদ্ধারে রাজ্যের বিভিন্ন সংস্থা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চার ঘণ্টার ভারী বৃষ্টিপাতে মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে রাজ্যটির ওয়েনাদ জেলার পাহাড়ি এলাকা মেপ্পেদিতে ভূমিধস হয়। রাজ্যের দুর্যোগ মোকাবিলা সংস্থা কেসিডিএমএ বিষয়টি নিশ্চিত করেছে।
ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) সহ একাধিক সংস্থা মেপ্পাদির কাছে পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযানে যোগ দিয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন। তিনি এলডিএফ সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।
এনডিটিভি বলছে, নরেন্দ্র মোদি বিজেপিপ্রধান জেপি নাড্ডাকে দলীয় কর্মীদের উদ্ধার কাজে সহায়তা নিশ্চিত করতে বলেছেন। প্রধানমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপীর সঙ্গেও কথা বলেছেন। সুরেশ কেরালার বিজেপির একমাত্র সংসদ সদস্য।
প্রধানমন্ত্রীর কার্যালয় দুর্যোগে নিহতদের পরিবারকে ২ লাখ এবং আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে।
এর আগে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, সমস্ত সরকারি সংস্থার সদস্যরা উদ্ধার অভিযানে কাজ করছে। মুখ্যমন্ত্রী কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, ঘটনাস্থলে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে। সরকারের মন্ত্রীরা এই সমন্বয় নিশ্চিত করবে।
কেরালা রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ (কেএসডিএমএ) ক্ষতিগ্রস্ত এলাকায় ফায়ার ফোর্স ও এনডিআরএফ দল মোতায়েন করেছে। তারা জানিয়েছে, একটি অতিরিক্ত এনডিআরএফ দল ওয়েনাদের পথে আছে।