Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার ■ অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস ■ আজ মুক্তি পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর ■ ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক বৃহস্পতিবার ■ এডিপি বাস্তবায়ন ১৭ দশমিক ৯৭ শতাংশ ■ বাড়ল এলপি গ্যাসের দাম ■ অবৈধ বিদেশিদের আবারও সতর্ক করলো সরকার
আন্দোলন-সংঘর্ষে গাজীপুরে ৫০ কোটি টাকার ক্ষতি
Published : Monday, 29 July, 2024 at 11:47 AM, Update: 29.07.2024 2:25:05 PM

আন্দোলন-সংঘর্ষে গাজীপুরে ৫০ কোটি টাকার ক্ষতি

আন্দোলন-সংঘর্ষে গাজীপুরে ৫০ কোটি টাকার ক্ষতি

গাজীপুরে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয়েছে।  অন্তত ৬টি প্রতিষ্ঠান ও স্থাপনায় হামলা চালানো হয়েছে। ৩২টি বেশি সরকারি যান পোড়ানো হয়েছে। এতে ৫০ কোটির বেশি টাকার ক্ষতি হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও যানবাহনে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের চিহ্ন এখনও দগদগে।

রোববার (২৮ জুলাই) বিকালে গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মো. সফিকুল ইসলাম নাশকতায় ক্ষয়ক্ষতির এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা চলাকালে গাজীপুর সিটি করপোরেশনের ১৯টি গাড়ি পুড়িয়ে দেয়া হয়। ভাঙচুর করা হয়েছে আরও ১৩টি যানবাহন। এরমধ্যে জিপ ৩টি, পিকআপ ৫টি, ড্রাম ট্রাক ১৮টি, ভেকু একটি, মোবাইল কোর্টের গাড়ি একটি, বিদ্যুত বিভাগের গাড়ি ২টি, হুইল লোডার একটি এবং টেম্পু একটি। এছাড়া গাজীপুর সিটির জোন-১ এর ভবনের দরজা-জানালা ভাঙচুর করা হয়েছে, নিচতলার তিনটি কক্ষে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। আঞ্চলিক কার্যালয় জোন-৩ এর ভবনের দরজা জানালা ও ভাঙচুর করা হয়।

জেলা প্রশাসক আরও জানান, কয়েকদিনের আন্দোলনে নাশকতাকারীরা মহানগরের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত এলাকায় সরকারি ও বেসরকারি বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। বিশেষ করে হামলাকারীরা সরকারি অফিসকে কেন্দ্র করে নাশকতা করেছে।

হামলাকারীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তার পুলিশ বক্সের টিনের চাল, চেয়ার-টেবিল ও আসবাবপত্রে এবং কোনাবাড়ী এলাকার পুলিশবক্সে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলেও জানান জেলা প্রশাসক। তিনি বলেন, এর পাশেই সড়ক ও জনপথ কার্যালয়ের ভেতরে রাখা চারটি গাড়িতেও তারা আগুন দেয়। গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বিআরটি প্রকল্পের স্টেশনগুলোয় রাখা এসকেলেটরগুলোর আংশিক পুড়িয়ে দেয়া হয়েছে।

আবুল ফাতে মো. সফিকুল ইসলাম জানান, টঙ্গীর কলেজ গেট এলাকায় সিটি করপোরেশনের অঞ্চল-৪ কার্যালয়ের মূল ফটকের পাশে সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও যন্ত্র বিভাগের উপসহকারী কর্মকর্তার দুটি কক্ষে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে নাশকতাকারীরা। কক্ষের ভেতরে পড়ে আছে আগুনে পোড়া আসবাবপত্রসহ মূল্যবান কাগজপত্র। কক্ষের সামনে সারিবদ্ধভাবে রাখা ২৫টি গাড়ি ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেয় সন্ত্রাসীরা।

এছাড়া হামলায় বিআরটি প্রজেক্টের ২৫টি এক্সেলেটর, দুই হাজার বর্গ মিটার এসএস রেলিং, একটি এস্কাভেটর, ৬টি ইলেকট্রিক হ্যামার, ৪টি ওয়েল্ডিং মেশিন, ২টি রোড-কাটিং মেশিন, ৩৬০ মিটার ফেন্সিং ও প্লাস্টিক ট্রাফিক ব্যারিয়ার, ৭টি স্টেশনে জেনারেটর, পানির লাইন ও ইউলিটি সংযোগ এবং একটি প্রকল্প সাইট অফিসের ক্ষতি সাধন হয়েছে। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ৩০ কোটি টাকা।

টঙ্গীতে ডেসকোর কার্যালয়ে হামলা চালিয়ে ৭টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ, উপ-কেন্দ্রের অফিস ভবন, ১০টি কম্পিউটার, ৭টি প্রিন্টার, এসি কমপ্রেসারসহ বিভিন্ন আসবাবপত্র ও সামগ্রী ব্যাপক ভাঙচুর করে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে। হামলাকারীরা টঙ্গীর বেক্সিমকো ফার্মা’র ভেতরে ৪টি গাড়ি পুড়িয়েছে। ৬টি সিসি ক্যামেরা, ৬টি কাভার্ড ভ্যান, ২টি মাইক্রোবাস ভাঙচুর ও বিল্ডিংয়ের ক্ষতিসহ মোট ৩ কোটি টাকার ক্ষতি সাধন করেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাজীপুরা, বোর্ড বাজার, গাছা, কোনাবাড়ি ও চান্দনা চৌরাস্তা ৫টি পুলিশ বক্সে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে এপিসি গ্লাস ভেঙে ফেলা হয়। এতে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও টঙ্গী পশ্চিম ও গাছা থানায় ইটপাটকেলে ছুড়ে ভাঙচুর করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মাহবুব আলম বলেন, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হামলা করেছে থানা ও পুলিশ বক্সে। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হচ্ছে। সবাইকে আইনের আওতায় আনা হবে।

সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী খ. মো. শরিফুল আলম জানান, কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় আমাদের আনুমানিক ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। যানবাহনের পাশাপাশি ইটপাটকেল ছুঁড়ে ভবনের জানালার গ্লাসও ভাঙচুর করা হয়েছে।

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম সফিউল আজম জানান, আন্দোলনকারীরা সিটি করপোরেশেনের যানবাহন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এই ক্ষতি পুষিয়ে উঠতে সময় লাগবে।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, আমাদের হিসাবে ৬টি প্রতিষ্ঠান ও স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৫০ কোটি ৫৮ লাখ টাকার ক্ষতি নিরূপণ করা হয়েছে। তবে এই ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
মুন্সীগঞ্জ প্রতিনিধি
Monday, 13 January, 2025
থানার ভেতরে মিলল ওসির ঝুলন্ত মরদেহ
শরীয়তপুর প্রতিনিধি
Thursday, 9 January, 2025
ইজতেমা ময়দানে নিষেধাজ্ঞা প্রত্যাহার
গাজীপুর প্রতিনিধি
Thursday, 2 January, 2025
মেলেনি প্যারোলে মুক্তি, জেলগেটে এলো বাবার লাশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
Tuesday, 31 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up