সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ফলে দেশের অর্থনীতিতে ১০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশে ব্যবসারত বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)। যা বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় এক লাখ ১৮ হাজার কোটি টাকা।
রোববার (২৮ জুলাই) প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে ফিকি প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে এক বিবৃতিতে এ তথ্য জানায় সংগঠনটি।
এতে বলা হয়, সাম্প্রতিক শাটডাউনে ১০ বিলিয়ন ডলারেরও ক্ষতি হয়েছে দেশের অর্থনীতিতে। পাশাপাশি দেশের ফাস্ট মুভিং কনজিউমারস গুডস (এফএমসিজি) খাতে পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটি ডলারেরও বেশি। এছাড়া নেতিবাচক প্রভাব পড়েছে সাপ্লাই চেন সহ এই খাতের অন্যান্য কার্যক্রমেও।
শাটডাউনের কারণে রফতানিমুখী খাতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাংকিং ইন্স্যুরেন্স, লজিস্টিকস, অবকাঠামো, টেলিকম, ই কমার্স, তথ্যপ্রযুক্তি খাতসহ দেশের প্রায় সবগুলো অর্থনৈতিক খাত। এ পরিস্থিতিতে নিজেদের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বিনিয়োগকারীরা অনিশ্চয়তার সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছে ফিকি।
এছাড়া পণ্যের ছাড়করণ, উৎপাদন কার্যক্রম পরিচালনায় নানামুখী চ্যালেঞ্জের কারণে ব্যবসা পরিচালনার খরচও বেড়ে যাচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি।
ফিকির সভাপতি এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জাভেদ আখতারের স্বাক্ষরিত এ বিবৃতিতে পরিস্থিতি উত্তরণে সরকারের প্রতি বিভিন্ন সুপারিশ উপস্থাপন করা হয়। এর মধ্যে অন্যতম হলো দ্রুত ইন্টারনেট পরিষেবা পূর্ণগতিতে চালু করা।
পাশাপাশি মোবাইল ইন্টারনেটও পরিপূর্ণ ও পূর্ণগতিতে চালুর দাবি জানিয়ে আরও বলা হয়, ফিকি সদস্যদের বিনিয়োগ করা দেশের অন্তত ২১টি বাণিজ্যিক খাতের জন্য পূর্ণগতির মোবাইল ইন্টারনেট পরিষেবা খুবই গুরুত্বপূর্ণ।
এছাড়া বাংলাদেশে কর্মরত দেশি বিদেশি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে কারফিউ প্রত্যাহারের জন্য সরকারের প্রতি অনুরোধ জানায় ফিকি। পাশাপাশি নিরবচ্ছিন্ন উৎপাদন বজায় রাখার স্বার্থে কারফিউ পাসের পাশাপাশি কোম্পানির আইডি কার্ড দেখিয়ে কর্মীদের স্বাভাবিক চলাফেরার সুযোগ দেয়ার সুপারিশ করেছে সংগঠনটি।
এদিকে, বিভিন্ন বন্দরে দ্রুত পণ্য ছাড়করণ এবং পণ্য জাহাজীকরণের বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি যে সব পণ্য ১৮ জুলাইয়ের আগে ছাড় করা সম্ভব হয়নি, সেগুলোর ব্যাপারে সব ধরনের জরিমানাও মওকুফের আহ্বান জানিয়েছে ফিকি।
এছাড়া সাম্প্রতিক ঘটনাবলীতে দেশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে দীর্ঘমেয়াদে এই ভাবমূর্তি পুনরূদ্ধারের ব্যাপারেও সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ফিকির তরফে। সংগঠনটি জানায়, বিদেশি ঋণদাতাদের আত্মবিশ্বাস পুনরায় ফেরানো প্রয়োজন।