Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ পুলিশ সংস্কারে যে সুপারিশ দিয়েছে কমিশন ■ ৪০ শতাংশ ভোট না পড়লে আবারও ভোটগ্রহণ ■ রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিক সংগঠন না রাখার সুপারিশ ■ প্রধানমন্ত্রীর মেয়াদ দু’বারের বেশি নয় ■ টিউলিপকে বরখাস্তে প্রবল চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী ■ এনসিটিবির সামনে দুপক্ষের সংঘর্ষ, আহত অনেকেই ■ ‘বিচারের পর দল নিয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ আছে’
ক্ষেপণাস্ত্র নিয়ে কড়া হুঁশিয়ারি পুতিনের
Published : Monday, 29 July, 2024 at 9:19 AM

 দেশটির নৌবাহিনী দিবস উপলক্ষে সেনাদের অভিনন্দন জানান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

দেশটির নৌবাহিনী দিবস উপলক্ষে সেনাদের অভিনন্দন জানান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে নামলে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ওয়াশিংটন যদি জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তবে রাশিয়া পশ্চিমা সীমানায় আঘাত হানতে একই ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে।

রোববার (২৮ জুলাই) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে দেশটির নৌবাহিনী দিবস উপলক্ষে নৌ সেনাদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে একথা বলেন রুশ প্রেসিডেন্ট।

জার্মানিতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়ে হুঁশিয়ারি তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তাহলে একই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হবে মস্কো।
 
পুতিনের দাবি, যুক্তরাষ্ট্র তাদের ক্ষেপণাস্ত্রগুলোকে রাশিয়ার সীমান্তবর্তী ও আশপাশের দেশগুলোতে স্থানান্তর করছে। যেখান থেকে মাত্র ১০ মিনিটেই হামলা চালানো সম্ভব। তবে রাশিয়াও বসে নেই জানিয়ে পুতিন বলেন, ওয়াশিংটন কখনো মস্কোয় হামলা চালালে সঙ্গে সঙ্গে তার জবাব দেয়া হবে।

তিনি বলেন, জার্মানিতে ২০২৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন বিষয়ে যুক্তরাষ্ট্র এবং জার্মানির সরকারের ঘোষণা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। যদি তা করা হয় তবে আমাদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সামরিক স্থাপনা, প্রশাসনিক ও শিল্প কেন্দ্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা ঝুঁকিতে পরবে।
 
এ অবস্থায় রাশিয়া তাদের স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের উৎপাদন আবারও যেকোনো মুহূর্তে শুরু করতে পারে বলে হুঁশিয়ারি দেন পুতিন।
 
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, স্নায়ুযুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্র ইউরোপের দেশগুলোতে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল। এবার এমন কিছু ঘটলে আমাদের ক্ষেপণাস্ত্র মোতায়েন ও উপকূলীয় শক্তি বৃদ্ধির উপর আরোপিত একতরফা স্থগিতাদেশ ভুলে যাব। যুক্তরাষ্ট্রের নেয়া প্রতিটি পদক্ষেপের আমরা একইভাবে জবাব দেব।

ন্যাটোর প্রতি নিজেদের বিশ্বস্ততা দেখাতে ইউরোপের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তবে, রাশিয়ার দাবি, রাশিয়ার রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব ছিনিয়ে নিতেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে ওয়াশিংটন। সূত্র: রয়টার্স

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
রাশিয়ার বোমায় ইউক্রেনে হামলায় নিহত ১৩
আর্ন্তজাতিক ডেস্ক
Thursday, 9 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up