যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
স্থানীয় সময় শুক্রবার (২৬ জুলাই) ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টে দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
গত চার বছরের মধ্যে এই প্রথম বৈঠকে বসলেন তারা। এর মাধ্যমে দুই নেতার মধ্যে খারাপ হওয়া সম্পর্কের উন্নয়ন হবে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।
বৈঠকে এই দুই বিশ্বনেতা কী নিয়ে আলোচনা করেছেন, তা বিস্তারিত জানা না গেলেও রাজনীতি বিশ্লেষকদের ধারণা, আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে ‘আব্রাহাম চুক্তি’ বাস্তবাস্তবায়নে ট্রাম্পের সহায়তা চায়েছেন নেতানিয়াহু।
২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প কারচুপির অভিযোগ তোলার পরও ওই নির্বাচনে জয়ী হওয়ায় বাইডেনকে অভিনন্দন জানিয়েছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর থেকে নেতানিয়াহুর সঙ্গে মনোমালিন্য হয় ট্রাম্পের।
গত বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলকে প্রচারণায় দুর্বল উল্লেখ করে দ্রুততম সময়ের মধ্যে গাজায় যুদ্ধ বন্ধের তাগিদ জানান ট্রাম্প।
এর আগে ফিলিস্তিন ইস্যুতে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার হওয়া বৈঠকে গাজায় অবিলম্বের যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনা হয়েছে বলে হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানানো হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণ দেয়ার একদিন পর এই বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠক চলাকালে হোয়াইট হাউসের বাইরে ফিলিস্তিনের সমর্থনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করে।
বাইডেনের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহু মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথেও বৈঠক করেছেন।
৯ মাস ধরে চলছে ইসরায়েল-গাজা যুদ্ধ। যুদ্ধটি বন্ধ করে আন্তর্জাতিক মহলের চাপের মুখে আছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এরই পরিপ্রেক্ষিতে গত সোমবার আমেরিকা সফরে গেছেন নেতানিয়াহু।