Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ‘কোনোভাবেই মব জাস্টিস হতে দেয়া যাবে না’ ■ আইন ও বিচার বিভাগের নতুন সচিব গোলাম রব্বানী ■ নিম্ন আদালতের ১৬৮ বিচারককে বদলি ■ চীনা সৈন্যরা এখন ভারতের সেভেন সিস্টার্সে ■ দেউলিয়া হওয়ার শঙ্কায় মালদ্বীপ ■ প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক হবে সম্মান ও ন্যায্যতার ■ দেউলিয়া হওয়ার পথে ১০ ব্যাংক
পর্দা উঠলো ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ এর
Published : Saturday, 27 July, 2024 at 1:54 AM

পর্দা উঠলো ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ এর

পর্দা উঠলো ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ এর

জমকালো আয়োজনের মধ্যে দিয়ে ফ্রান্সের বিখ্যাত আইফেল টাওয়ারের সামনে পর্দা উঠল অলিম্পিকের ৩৩তম আসরের। এবারই প্রথম স্টেডিয়ামের বাইরে হলো জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে ১২টি ভাগে মোট ৩ হাজার নৃত্যশিল্পী, সংগীতশিল্পী ও বিনোদনকর্মী অংশ নিয়েছেন। এ আসরে বাংলাদেশের ৫ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। এর মধ্যে আর্চার সাগর ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করেছেন। 

বিশ্বের দ্বিতীয় শহর হিসেবে তিনবার অলিম্পিক আয়োজনের ইতিহাস গড়েছে ফ্রান্সের রাজধানী প্যারিস। ফ্রান্সের ১৬টি শহর মাতাবে অলিম্পিকের নানা ইভেন্টে। এবারের উদ্বোধনী অনুষ্ঠানে ছিল ভিন্নতা। প্রত্যেকবার অলিম্পিকের উদ্বোধনীতে অংশগ্রহণকারী খেলোয়াড়রা প্যারেডে ব্যবহার করলেও প্যারিসে দেখা গেছে ১০ হাজার খেলোয়াড়দের নৌকায় করে সিন নদীর ৬ কিলোমিটার পথ পাড়ি দিতে। 

এর মধ্য দিয়েই অংশগ্রহণ করতে যাওয়া ২০৬ দেশের পরিচিতি পর্ব শেষ হয়। যেখানে সবার আগে আসে অলিম্পিকের জন্মভূমি গ্রিস। সবার শেষে আসে আয়োজক দেশ ফ্রান্স। এদের মধ্যে আর্চার সাগর ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করেছেন।

নাচে, গানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় সিন নদীর পাড়। থাকে চোখ-ধাঁধানো আতশবাজি। এছাড়াও সিনের নদী থেকে সাবমেরিন ভেসে ওঠার দৃশ্যও থাকে। উদ্বোধনী অনুষ্ঠানটি মোট ১২টি ভাগে ভাগ মোট ৩ হাজার নৃত্যশিল্পী, সংগীতশিল্পী ও বিনোদনকর্মী অংশ নেন। অনুষ্ঠানে গেছে ফরাসি সংগীত তারকা আয়া নাকামুরা। এছাড়া অনুষ্ঠানে পারফর্ম করেছেন টাইটানিকের জনপ্রিয় গানের শিল্পী সেলিন ডিওনের পরিবেশনা। পুরো উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা করছেন প্রখ্যাত থিয়েটার পরিচালক টমাস জলি।

২০৬টি দেশের ১০ হাজার ক্রীড়াবিদের পদচারণায় মুখর হবে এবারের প্যারিস অলিম্পিক। তারা অংশ নেবেন ৩২টি খেলার ৩২৯টি ইভেন্টে। এবারের অলিম্পিক আয়োজনে খরচ হতে পারে প্রায় ৯ বিলিয়ন ইউরো। 

এবারের গেমসের প্রথম ডিসিপ্লিন হিসেবে মাঠে গড়িয়েছে ফুটবল। আর শেষ ডিসিপ্লিন হলো ভারোত্তোলন। যা শুরু হবে ৭ আগস্ট।  ১১ আগস্ট পর্দা নামবে প্যারিস অলিম্পিক গেমসের। গেমসের মূল আকর্ষণ অ্যাথলেটিক্স, গেমসের মাদার ইভেন্ট শুরু হবে ১ আগস্ট। চলবে ১১ আগস্ট শেষ দিন পর্যন্ত।

প্যারিস অলিম্পিকে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন পাঁচ ক্রীড়াবিদ। যাদের মধ্যে সাগর আর্চারি, রবিউল শুটিং, সোনিয়া ও সামিউল সাঁতারে এবং ইমরানুর রহমান খেলবেন দৌড় প্রতিযোগিতায়।

দেশসংবাদ/এএসএম


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   অলিম্পিক   প্যারিস   ফ্রান্স  


আপনার মতামত দিন
উইম্বলডনের নতুন রাজা আলকারাজ
ক্রীড়া ডেস্ক
Monday, 15 July, 2024
উইম্বলডনের নতুন রানি ক্রেচিকোভা
ক্রীড়া ডেস্ক
Saturday, 13 July, 2024
বিমান বাহিনী ও নৌবাহিনীর জয়
ক্রীড়া প্রতিবেদক
Tuesday, 9 July, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up