সাফের প্রস্তুতি হিসেবে প্রথমবারের মতো ভুটানের মাটিতে গিয়ে সুখবর দিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ভুটানকে তারা উড়িয়ে দিয়েছে ৫-১ গোলের ব্যবধানে।
ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে নিজেদের ঠিক সেভাবে মেলে ধরতে পারেনি বাংলাদেশ। কাউন্টার অ্যাটাকে ম্যাচের ১৩ মিনিটেই গোল হজম করে বসে সফরকারীরা। বাংলাদেশের গোলরক্ষক রূপনা চাকমা ছোট পাস দিয়ে বল বাড়ান শিউলি আজিমের দিকে। তিনি বল ক্লিয়ার করতে চেষ্টা করলে ব্যর্থ হন। সেই বল নিয়ে দারুণ প্লেসিং শটে দলকে এগিয়ে দেন ভুটানের অধিনায়ক পেমা ছোদেন শেরিং।
৩৫ মিনিটে ব্যবধান বাড়াতে পারতো ভুটান। সতীর্থের থ্রু বল ধরে বক্সে ঢুকে পড়েন ইয়েশে বিধার। তার শট ক্রস বারে লেগে ফিরে আসে। প্রথমার্ধে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। কিন্তু দারুণভাবে ফিরে আসে দ্বিতীয়ার্ধে।
৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দলের অধিনায়ক সাবিনা খাতুন। প্রীতির শট ভুটানের গোলরক্ষক ফিরিয়ে দিলে ফিরতি বলে শট করে গোল করেন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এই ফুটবলার। দুই মিনিট পরই ঋতুপর্ণা চাকমার গোলে ব্যবধান ৩-১ হয়।
৭৭ মিনিট এবং যোগ করা সময়ে (৯০+১) জোড়া গোল করে ভুটানের কফিনে শেষ পেরেক ঠুকে দেন সাগরিকা। আগামী ২৭ জুলাই দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।