মাথায় হেলমেট আর হাতে লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগের সঙ্গে বহিরাগতদের লাঠিসোঁটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থান নিতে দেখা গেছে।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর দেড়টায় রাজু ভাস্কর্যে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা ছিলো। কিন্তু বেলা ৩টা পার হলেও রাজু ভাস্কর্যে ছাত্রলীগের প্রোগ্রাম শুরু হতে দেখা যায়নি।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রলীগের পদ-প্রত্যাশীদের হেলমেট পরে হাতে দেশীয় অস্ত্রসহ টিএসসিতে জমায়েত হতে দেখা যায়। এসময় বহিরাগত ছাত্রলীগের সঙ্গে হেলমেট ও লাঠিসোঁটা হাতে টিএসসিতে সশস্ত্র অবস্থানে দেখা যায়।
বেলা ৩টায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবেন বলে গতকাল রাতে ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আশঙ্কা, ছাত্রলীগ প্রোগ্রাম করার নামে তাদের ওপর হামলা করতেই টিএসসিতে জড়ো হচ্ছে।
টিএসসিতে সরেজমিন ঘুরে দেখা যায়, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এর অনুসারীরা হল থেকে মাথায় হেলমেট হাতে স্ট্যাম্প, লাঠিসোঁটা হাতে নিয়ে টিএসসিতে এস জমায়েত হচ্ছেন। এছাড়া বহিরাগত ছেলেদের ও মাথায় হেলমেট পরে হাতে হকিস্টিক, লাঠিসোঁটা হতে নিয়ে টিএসসিতে ছাত্রলীগের নেতাদের সাথে অবস্থান করতে দেখা যায়।
সরেজমিন ঘুরে আরো দেখা যায়, শাহবাগ মোড় থেকে বহিরাগতরা মিছির নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে ঢুকছেন। আর আগে থেকে ক্যাম্পাসে অবস্থান করা বহিরাগত ও টোকাইরা ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে লাঠিসোঁটা উঁচু করে মিছিল দিচ্ছেন।
এদিকে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিয়ে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু সেই নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই ছাত্রলীগের ছত্রছায়ায় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ করেছে।