হামলায় আহত হওয়ার ৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার ছাত্রলীগ নেতা ডিএল রাকিব।
সোমবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রাকিব উপজেলার উলাইল ইউনিয়ন সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক ছিলেন। তিনি উপজেলার দশচিড়া গ্রামের সাইদুর রহমান লাভলুর ছেলে।
এলাকাবাসী জানায়, গত ৭ জুলাই পূর্ব শত্রুতার জেরে চালানো হামলায় রাকিব মারাত্মক আহত হন। উপজেলার দশচিড়া খেলার মাঠের কাছে রাকিবসহ অপর তিন বন্ধুর উপর হামলা চালানো হয়। এসময় রাকিবের সঙ্গীরা পালিয়ে যেতে সক্ষম হলেও ধারালো অস্ত্রের আঘাতে রাকিব গুরুতর আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ হয়নি। হামলা এবং মৃত্যুর ঘটনায় অভিযোগ পেলে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।