‘মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না তো রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে?" দেশের প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের বিপরীতে উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ২ শিক্ষার্থী প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে মন্তব্য করলে তাদের আটকে রেখে মারধর করে হল ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ ঘটনায় রাত সাড়ে ১১টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বটতলায় জমায়েত হতে থাকে। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে হলটির সামনে এসে ঘটনার বিচার চেয়ে স্লোগান দিতে থাকে।
এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযুক্তদের বহিস্কার ও হলটির প্রভোস্টের পদত্যাগ দাবি করেন।