নতুন রাজা পেলো উইম্বলডন। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর শেষ হাসি হাসলেন স্প্যানিশ সেনসেশন কার্লোস আলকারাজের। রেকর্ড ২৪ বারের গ্র্যান্ডস্লামজয়ী, টানা চারবার উইম্বলডনের শিরোপা জেতা নোভাক জকোভিচেকে হারিয়ে শিরোপা জিতলেন তিনি।
রোববার সেন্টার কোর্টে পুরুষ এককের ফাইনালে এক ঘণ্টার মধ্যেই দুটি সেটে জিতে যান আলকারাজ। তৃতীয় সেটেও ঘুরে দাঁড়াতে পারেননি জকোভিচ। ফলে ৬-২, ৬-২, ৭-৬ (৭-৪) সরাসরি সেটেই জিতেছেন আলকারাজ।
গতবার উইম্বলডনের ফাইনালে আলকারেজ-জকোভিচের মধ্যে পাঁচ সেটের তুমুল লড়াই হয়েছিল। তবে এবার সেই লড়াইটাও করতে পারলেন না ৩৭ বছরের জকোভিচ। মাসখানেক আগে হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল জকোভিচের। বয়সের ভারও বেড়েছে। সেই কারণেই বোধ হয় আর চেনা ছন্দে দেখা যাচ্ছে না তাকে।
২০২৩-এর পুনরাবৃত্তি হলো ২০২৪ সালেও। ফের সার্বিয়ান তারকা হার মানলেন সেই আলকারাজের কাছে। টানা দুইবারের জন্য উইম্বলডনের শিরোপা জিতলেন স্প্যানিশ সেনসেশন। মাস দুই আগেই ২১তম জন্মদিন পালন করেছেন আলকারাজ। তারই মধ্যে দুটি উইম্বলডনের শিরোপা শোভা পাচ্ছে এই তরুণের ঝুলিতে।