যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হামলার শিকার হয়েছে। হামলাকারীর ছোড়া গুলি তার ডান কানের ওপরের অংশ ফুঁড়ে বেরিয়ে যায়। এরই মধ্যে হামলাকারীর পরিচয় শনাক্ত করেছে দেশটির তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে পেনসিলভানিয়ায় ট্রাম্পের নির্বাচনী সমাবেশে বক্তব্য দেয়ার সময় এই হামলার শিকার হন ট্রাম্প। পরে ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হন হামলাকারী।
এফবিআই জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালানো ব্যক্তির নাম টমাস ম্যাথিউ ক্রুকস। ২০ বছর বয়সী এই তরুণের বাড়ি পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বেথেল পার্ক এলাকায়।
ট্রাম্পের ওপর হামলার পর এক বিবৃতিতে এফবিআই এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, ট্রাম্পের নির্বাচনী সমাবেশের মঞ্চ থেকে মাত্র ১২০ মিটার দূরে একটি বাড়ির ছাদে ছিলেন ওই তরুণ। হামলার ঘটনায় তদন্ত চলছে। কারও কাছে এ ঘটনা সম্পর্কিত কোনও তথ্য কিংবা ছবি বা ভিডিও থাকলে তারা এগুলো দিয়ে তদন্ত কার্যক্রমে সহায়তা করার আহ্বান জানানো হচ্ছে।
তবে তরুণ টমাস ম্যাথিউ ক্রুকস কেন ট্রাম্পকে হত্যা করতে চেয়েছিলেন সে বিষয় এফবিআইয়ের বিবৃতিতে কিছু জানানো হয়নি।
বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, ঘটনার পর স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয় ট্রাম্পকে। সেখানে চিকিৎসার পর এরই মধ্যে তাকে ছেড়ে দেয়া হয়েছে। দুটি সূত্র হাসপাতাল থেকে ট্রাম্পকে ছেড়ে দেয়ার বিষয়টিও নিশ্চিত করেছে।
গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে গেছে। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী ও সমাবেশে উপস্থিত একজন ট্রাম্প সমর্থক নিহত হয়েছেন। এ ছাড়া আরও দুজন গুরুতর আহত হয়েছেন।