ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ দল দিল্লি ক্যাপিটালসের কোচ পদ থেকে রিকি পন্টিংকে বরখাস্ত করেছে ফ্র্যাঞ্চাইজি লিগ কর্তৃপক্ষ। সেই সাথে দুই পক্ষের দীর্ঘ সাত বছরের সম্পর্ক ছিন্ন করার বিষয়টি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছে দিল্লি।
টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ব্যর্থতার কারণেই যে চাকরি হারালেন সেটা অনেকটা নিশ্চিত। সামাজিক মাধ্যমের পোস্টে কোচ পন্টিংকে ধন্যবাদ জানিয়েছে দিল্লি লিখেছে, ‘প্রিয় রিকি, আমাদের প্রধান কোচের পদ থেকে বিদায় নিচ্ছো, এভাবে বলাটা আমাদের জন্য বেশ কঠিন। প্রতিটি মুহূর্তে চারটি বিষয় আমাদের বলেছিলে যত্ন, প্রতিশ্রুতি, আচরণ এবং প্রচেষ্টা যা আমাদের গত সাত বছরে একসঙ্গে থাকাকে ফুটিয়ে তুলেছে।
সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ কোচ। ঠিক যেভাবে তুমি প্রায় বলতে চলো আজ এখানে কাজ বন্ধ থাক, একটি বিয়ার নেওয়া যাক, আগামীকাল কাজে ফেরা যাবে।’
২০১৮ সালে দিল্লির কোচ হন পন্টিং। নিজের মেয়াদের প্রথম বছরে সবার শেষে থেকে টুর্নামেন্ট শেষ করে দিল্লি। এর পরের চার বছর প্লে অফে জায়গা পেলেও শিরোপা জেতা হয়নি কখনো। শেষ তিন আসরে তো প্লে অফেও জায়গা নেই তাদের। সব শেষ আইপিএলে ছয়ে থেকে মৌসুম শেষ করেছে অস্ট্রেলিয়ান কিংবদন্তির দল।
তার বিদায়ে ধারণা করা হচ্ছে, দলের দায়িত্বভার সৌরভ গাঙ্গুলির কাঁধে যাচ্ছে। বর্তমানে টিম ডিরেক্টরের পদে আছেন ভারতের সাবেক অধিনায়ক। অনেকে আবার মনে করছেন, রাহুল দ্রাবিড় হয়তো দিল্লির দায়িত্ব নিতে পারেন।