Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার ■ অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস ■ আজ মুক্তি পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর ■ ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক বৃহস্পতিবার ■ এডিপি বাস্তবায়ন ১৭ দশমিক ৯৭ শতাংশ ■ বাড়ল এলপি গ্যাসের দাম ■ অবৈধ বিদেশিদের আবারও সতর্ক করলো সরকার
চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪
Published : Friday, 12 July, 2024 at 12:35 PM

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা

চট্টগ্রামের পটিয়ায়-কক্সবাজারের পুরোনো আরাকান মহাসড়কে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ চার জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) মধ্যরাতে মহাসড়কের হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই মিলিটারি পুলের দক্ষিণ পাশে হক্কানি পেপার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।

নিহতরা হলেন পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের মো. আলীর মেয়ে রুমি আকতার (৩০), তার ভাগনে মো. ফাহিম (৫) ও বোয়ালখালী উপজেলার আহলা দরবার শরীফের শেখ চৌধুরীপাড়ার সোনা মিয়ার ছেলে অটোরিকশাচালক মো. আনোয়ার হোসেন (৪০)। নিহত আরেকজনের পরিচয় জানাতে পারেননি পুলিশ। এ ঘটনায় বাবুল দে কানু (৪৫) নামে আহত একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। হতাহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, রাতে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা পাঁচ যাত্রীর মধ্যে চার জনই মারা গেছেন। পাঁচ জনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চার জনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আরেকজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, নিহত রুমি আকতার ও আহত যাত্রী মোহরা শিল্প এলাকার ম্যাফ সু নামে একটি জুতা কারখানায় চাকরি করতেন। শুক্রবার (১২ জুলাই) কারখানা বন্ধ তাই বৃহস্পতিবার রাতে  ডিউটি শেষে তারা পটিয়ায় গ্রামের বাড়িতে ফিরছিলেন। শিশু ফাহিম রুমি আকতারের বোনের ছেলে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, নিহতদের মধ্যে নারী ও শিশুর লাশ পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আটক করা রয়েছে। তবে ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তার চেষ্টা চলছে।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
মেঘনায় দুই স্পিডবোটের সংঘর্ষ, নিহত ৩
মুন্সীগঞ্জ প্রতিনিধি
Saturday, 11 January, 2025
সড়ক দুর্ঘটনায়  ১২ শতাংশ প্রাণহানি বেড়েছে
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 8 January, 2025
ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে, নিহত ৫
ফরিদপুর প্রতিনিধি
Tuesday, 7 January, 2025
পল্টনে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 7 January, 2025
২০২৪ সালে সারাদেশে দূর্ঘটনায় নিহত ৯২৩৭
নিজস্ব প্রতিবেদক
Saturday, 4 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up