পরপর চার দফায় ভূমিকম্প আঘাত হেনেছে উত্তর আমেরিকার দেশ কানাডায়।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে ভ্যাঙ্কুভার দ্বীপের উপকূলে এ ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে একটি ছিল বেশ শক্তিশালী।
আর্থকোয়েকস কানাডার বরাত দিয়ে সংবাদমাধ্যম সিবিসি নিউজ জানিয়েছে, প্রথম এবং সবচেয়ে শক্তিশালী ৬.৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে সকাল ৮টা ৮ মিনিটে।
এর উৎপত্তিস্থল ছিল পোর্ট অ্যালিস থেকে ১৮৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। তবে এতে সুনামি এবং অন্য কোনও ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, ৬.৪ মাত্রার ভূমিকম্পের পর একই অঞ্চলে স্থানীয় সময় সকাল ৮টা ৩৫ মিনিটে ৪.৩ মাত্রার একটি, সকাল ৯টা ১৭ মিনিটে ৪.৯ মাত্রার এবং ১০টা ৪ মিনিটে ৪.৮ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হানে।
সিবিসি বলছে, চলতি মাসের শুরু থেকে এখন পর্যন্ত পোর্ট অ্যালিসের আশপাশে প্রায় ৪ বা তার বেশি মাত্রার মোট ১৩টি ভূমিকম্প শনাক্ত করা হয়েছে।