বগুড়ার শেরপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজনসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরেও দুইজন। আহত ও নিহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিরাগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বান্ধাইল গ্রামের ওলিউজ্জামানের ছেলে আরিফুল ইসলাম (৩২), আরিফুলের স্ত্রী মৌসুমী আক্তার (২৫) ,তাদের ছেলে সাইফুল ইসলাম (৪) এবং সিএসজি ড্রাইভার ননাসিম হোসেন (৩০)। তিনি সিরাজগঞ্জ জেলার তারাশ থানার সেলুন গ্রামের পরবত শেখের ছেলে।
আহতরা হলেন- শেরপুরের গোলাম (৫০)ও কাওছার আলী।
জানা গেছে, দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি সিরাজগঞ্জ থেকে যাত্রী নিয়ে বগুড়ার শেরপুরের দিকে আসছিলে। পথিমধ্যে ধড়মোকাম এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি দ্রুতগামী ট্রাক তাদেরকে সামনে থেকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।
পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করেন।
শেরপুর হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ (এসআই) আবুল হাশেম বলেন, 'দুর্ঘটনার পর ঘটনাস্থলেই চারজন মারা গেছেন। আইনগত প্রক্রিয়া শেষে লাশ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, 'দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে।'