বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং স্বপ্নভূমি প্রপার্টিজের উদ্যোগে আয়োজিত স্বপ্নভূমি সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগে মঙ্গলবার (৯ জুলাই) নিজ নিজ খেলায় জয় পেয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী।
পল্টনস্থ কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখোমুখি হয় বাংলাদেশ বিমান বাহিনী। ডিএমপিকে ৫৪-২৪ পয়েন্টের বিশাল ব্যবধানে পরাজিত করে বিমান বাহিনী। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ৩৪-১২ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিল। আগেরদিন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিরুদ্ধে বড় ব্যবধানের জয় তুলে নেয়া ডিএমপি আজ বিমান বাহিনীর কাছে পেরে উঠেনি।
এদিকে দিনের দ্বিতীয় খেলায় ম্যাটে নামে লিগের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী। যাদের প্রতিপক্ষ ছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দু‘দলের লড়াইটা ছিল বেশ উপভোগ্য। খেলায় একবার নৌবাহিনী পয়েন্টে এগিয়ে যায় তো, পরেরবার বিজিবি। চরম প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত ৩৭-৩৬ পয়েন্ট ব্যবধানে জিতে আনন্দে ম্যাট ছাড়েন নৌবাহিনীর খেলোয়াড়রা। ম্যাচে বিজিবি হারলেও প্রথমার্ধে ১৯-১৭ পয়েন্টে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে নৌবাহিনীর কৌশলের কাছে আর পেরে ওঠেনি দলটি।
উল্লেখ্য ৮ দলের অংশগ্রহণে এবারের সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগ অনুষ্ঠিত হচ্ছে। দলগুলো হলো : বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।