Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ রোগী খরায় ক্ষতিগ্রস্ত কলকাতার হাসপাতাল ■ খুবি শিক্ষার্থীদের মারধর, ধাওয়া-পাল্টা-ধাওয়া ■ তারা মনে করছে ঠান্ডা হয়ে গেছি, আমি ঠান্ডা হই নাই ■ নির্বাচনী রোডম্যাপ পেলে কেউ ষড়যন্ত্রের সাহস পাবে না ■ দেশ, সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক ■ দু-এক দিনের মধ্যে সুখবর আসছে ■ সংলাপে যেসব বিষয়ে কথা হয়েছে, জানালেন আসিফ নজরুল
শোলাকিয়ায় জঙ্গি হামলা, ৮ বছরেও শেষ হয়নি বিচার কার্যক্রম
Published : Sunday, 7 July, 2024 at 9:43 AM

শোলাকিয়ায় জঙ্গি হামলার আট বছর

শোলাকিয়ায় জঙ্গি হামলার আট বছর

কিশোরগঞ্জের শোলাকিয়ার ঈদগাহ ময়দানে জঙ্গি হামলার আট বছর পূর্ণ হলেও শেষ হয়নি বিচারকাজ। এখনও বিচারের অপেক্ষায় আছেন নিহতদের স্বজনেরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভিযুক্ত জঙ্গিদের নিরাপত্তাজনিত কারণে এতদিন আদালতে হাজির করা যায়নি। তবে সম্প্রতি তাদের হাজির করা হচ্ছে আদালতে।

২০১৬ সালের ৭ জুলাই ছিল ঈদুল ফিতরের দিন। কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের নামাজের জন্য সমবেত হয়েছিলেন মুসল্লিরা। নামাজ শুরুর ঠিক আগ মুহূর্তে জঙ্গিদের গুলি আর বোমায় কেঁপে ওঠে ঈদগাহের চারপাশ।

ঈদগাহের কাছে একটি নিরাপত্তা চৌকিতে অতর্কিত হামলা চালিয়ে দুই পুলিশ সদস্যকে হত্যা করে জঙ্গিরা। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন জঙ্গি আবির রহমান।

২০১৬ সালের ৭ জুলাইয়ের বিভীষিকা আজও ভুলতে পারেননি এলাকাবাসী। তারা বলছেন, সেদিন জঙ্গিরা পুলিশকে কুপিয়ে হত্যা করে। মসজিদের দোতলা থেকে সব স্পষ্ট দেখা যাচ্ছিল।

সেদিন নিজের ঘরের ভেতরে থেকেও গুলিবিদ্ধ হয়ে নিহত হন গৃহবধূ ঝর্ণা ভৌমিক। ঘটনার বিচার পাওয়ার অপেক্ষা শেষ হয়নি তাঁর স্বজনদের।

ঝর্ণা ভৌমিকের ছেলে বলেন, ২০১৬ সালের ৭ জুলাই মারা গেছেন তার মা। আর কিছুদিন আগে মারা যান তার বাবা। বেঁচে থাকতে তার মাকে হত্যার বিচার তার বাবা দেখে যেতে পারলেন না। এই নিয়ে ছেলের মনে অনেক বড় আক্ষেপ রয়ে গেছে।

অভিযুক্ত জঙ্গিদের একাধিক মামলায় মৃত্যুদণ্ডাদেশ থাকায় নিরাপত্তাজনিত কারণে এতদিন আদালতে হাজির করা যায়নি। তবে সম্প্রতি বাড়তি নিরাপত্তায় তাদের আদালতে হাজির করে সাক্ষীদের জবানবন্দি নেওয়া শুরু হয়েছে।

কিশোরগঞ্জের পাবলিক প্রসিকিউটর আবু নাসের মো. ফারুক সঞ্জু বলেন, ‘এই আসামিরা হলি আর্টিজান মামলার সাজাপ্রাপ্ত আসামি। তাদেরকে আমরা কোর্টে উপস্থিত করতে না পারা আমাদের ব্যর্থতা নয়। আইনের কারণে আমরা সাক্ষী নিতে পারিনি। ইদানিং বিশেষ কায়দায় তাদেরকে কিশোরগঞ্জ কারাগারে এনে সাক্ষ্য গ্রহণ শুরু করি। এরইমধ্যে ১০২ জন সাক্ষীর মধ্যে ৬০ জনের সাক্ষী নেওয়া হয়েছে। মামলাটি এখন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। খুব শীঘ্রই তা শেষ হবে বলে আশা করি।

এ নিয়ে কিশোরগঞ্জ পুলিশ সুপার মো. রাসেল শেখ বলেন, ঘটনার পর পরই আমরা এর তদন্ত কার্যক্রম শুরু করি। এই তদন্তে সর্বোচ্চ পেশাদারিত্ব নিশ্চিত করি। এখানে ডিজিটাল ডিভাইসসহ যে সকল উপকরণ ও প্রত্যক্ষদর্শী ছিল সাক্ষ্য প্রমাণ হিসাবে সকল কিছু সংযোগ করেছি। আমরা আশা করি জঙ্গিদের সর্বোচ্চ শাস্তি হবে।

শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় সন্ত্রাস দমন আইনের মামলায় আসামি ২৪ জন। তাদের মধ্যে পাঁচ জন কারাগারে। বাকিরা বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে গোলাগুলিতে মারা গেছেন।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
গাজীপুরে ৪ বাসে আগুন দিয়েছেন শ্রমিকরা
গাজীপুর প্রতিনিধি
Saturday, 30 November, 2024
বেতন পেলেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা
নিজস্ব প্রতিবেদক
Friday, 15 November, 2024
চালু হলো সিরাজগঞ্জ এক্সপ্রেস
নিজস্ব প্রতিবেদক
Friday, 15 November, 2024
ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
গাজীপুর প্রতিনিধি
Wednesday, 13 November, 2024
গাজীপুরে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
গাজীপুর প্রতিনিধি
Monday, 11 November, 2024
বাস ভাড়া কমানোর দাবিতে ‘মশাল মিছিল’
নারায়ণগঞ্জ প্রতিনিধি
Sunday, 10 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up