Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ আইন ও বিচার বিভাগের নতুন সচিব গোলাম রব্বানী ■ নিম্ন আদালতের ১৬৮ বিচারককে বদলি ■ চীনা সৈন্যরা এখন ভারতের সেভেন সিস্টার্সে ■ দেউলিয়া হওয়ার শঙ্কায় মালদ্বীপ ■ প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক হবে সম্মান ও ন্যায্যতার ■ দেউলিয়া হওয়ার পথে ১০ ব্যাংক ■ ‘গুম’ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি হবে
জিম্বাবুয়ের কাছে হারলো বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
Published : Saturday, 6 July, 2024 at 9:58 PM

জিম্বাবুয়ের কাছে হারলো বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

জিম্বাবুয়ের কাছে হারলো বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১১ বছর পর আইসিসির ট্রফি জিতেছে রোহিত-কোহলিরা। সেই জয়োল্লাস এখনও চলছে ভারতজুড়ে। বিশ্বকাপ আমেজ শেষ না হতে এরইমধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছে ভারত। নিজেদের প্রথম ম্যাচেই ধরাশায়ী হয়েছে এশিয়ার দেশটি।

যদিও এই সিরিজে ভারতের বিশ্বকাপজয়ী দলের কোনো সদস্যই নেই। শুবমান গিলের নেতৃত্বে জিম্বাবুয়েতে তরুণ দল পাঠিয়েছে ভারত। তাইতো রাজা-মাদান্দেদের দেয়া মাত্র ১১৬ রানের লক্ষ্যই তাড়া করতে পারেনি টিম ইন্ডিয়া। সহজ লক্ষ্যেও হেরেছে ১৩ রানে। এটিই চলতি বছর টি-টোয়েন্টি ভারতের প্রথম হার।

হারারে স্পোর্টস মাঠে এদিন টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন ইন্ডিয়ান অধিনায়ক গিল। তার আস্থার প্রতিদান দিয়ে স্বাগতিকদের মাত্র ১১৫ রানে আটকে দেন ভারতীয় বোলাররা। রবি বিষ্ণই ও ওয়াশিংটন সুন্দরদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে অসহায় ছিল জিম্বাবুয়ের ব্যাটিং লাইন।

দলের পক্ষে চার ব্যাটার ২০ এর ওপরে রান করার পরও ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৫ রানে থামে জিম্বাবুয়ে। সর্বোচ্চ ২৫ বলে ২৯ রানে অপরাজিত থাকেন মারদান্দে। মাদাভেরে ২১, ব্রায়ান বেনেট ২২ এবং ডিয়ন মায়ার্স খেলেন ২৩ রানের ইনিংস। অধিনায়ক রাজা করেন ১৭ রান।

ভারতের পক্ষে বিষ্ণই চার ওভার হাত ঘুরিয়ে শিকার করেছেন চারটি উইকেট। খরচ করেন ১৩ রান। এরমধ্যে দুই ওভারই ছিল মেডেন। ওয়াশিংটন সুন্দর চার ওভারে ১১ রানের বিনিময়ে নেন দুই উইকেট। আর মুকেশ কুমার ও আভেশ খান শিকার করেন একটি করে উইকেট।

১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ভারত। আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা অভিষেক শর্মার অভিষেক হয়েছিল এই ম্যাচে। তবে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি তিনি। ফিরেছেন শূন্য রানে। এরপর একে একে ব্যর্থ হয়ে ফিরেছেন ঋতুরাজ গায়কোয়াড়, রিয়ান পরাগ, রিংকু সিং ও ধ্রুব ‍জুড়েলরা। জিম্বাবুয়ের বোলিং তোপে মাত্র ৪৭ রানেই ৬ উইকেট হারিয়ে খাদের কিনারে চলে যায় ভারত।

দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করা অধিনায়ক গিলও হালতে ধরতে পারেনি। একসময় মনে হচ্ছিল দ্রুতই গুটিয়ে যাবে ভারত। তবে শেষদিকে আভেশ খান ও সুন্দরের ব্যাটে একশ ছাড়ায় ভারত। ইনিংসের এক বল বাকি থাকতে ১০২ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।

জিম্বাবুয়ের পক্ষে ২৫ রানে তিন উইকেট নিয়েছেন অধিনায়ক রাজা। তাই প্রত্যাশিতভাবে ম্যাচসেরার পুরষ্কারও উঠেছে তার হাতে। এছাড়া ১৬ রানের বিনিময়ে টেন্ডাই চাটারাও নিয়েছেন তিন উইকেট। ব্রায়ান বেনেট, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, লুক জংওয়ে পেয়েছেন একটি করে উইকেট।

এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিক জিম্বাবুয়ে। সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল রোববার আবার মাঠে নামবে দুদল।

দেশ সংবাদ/এসএইচ


আরও সংবাদ   বিষয়:   ক্রিকেট   ভারত   জিম্বাবুয়  


আপনার মতামত দিন
টি-টেন লিগে ডাক পেলেন রিশাদ
ক্রীড়া প্রতিবেদক
Saturday, 7 September, 2024
বিসিবির পরিচালক পদ থেকে দুর্জয়ের পদত্যাগ
ক্রীড়া প্রতিবেদক
Thursday, 5 September, 2024
দেশে ফিরে ফুলের শুভেচ্ছায় ক্রিকেটাররা
ক্রীড়া প্রতিবেদক
Thursday, 5 September, 2024
রাতে দেশে ফিরছে টাইগাররা
ক্রীড়া প্রতিবেদক
Wednesday, 4 September, 2024
শান্তকে ইউনূসের ফোন, জানালেন অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 3 September, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এম. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up