জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে খেলা চলাকালীন অসুস্থ হয়ে মারা গেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে দাবা ফেডারেশনে সকাল ১১টায়। এরপর দ্বিতীয় জানাজা বাদ যোহর মোহাম্মদপুরে নিজ বাসার সামনে। তাকে দাফন করা হবে মোহাম্মদপুরের তাজমহল রোডের কবরস্থানে।
এর আগে শুক্রবার জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ১২তম রাউন্ডে খেলার সময় হার্ট অ্যাটাক হয় তার। পরে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের বয়স হয়েছিল ৫০ বছর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশের ক্রীড়াঙ্গনে।
১৯৭৪ সালে জন্ম নেয়া এই গ্র্যান্ডমাস্টার ১৯৯৩ সালে ইন্টারন্যাশনাল, ২০০২ সালে দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জন করেন। বাংলাদেশি দাবাড়ুদের মধ্যে সর্বোচ্চ ২৫ শো ৭০ ফিদে রেটিংও তার। ১৯৮৮ সালে প্রথমবার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হন জিয়াউর রহমান। টুর্নামেন্টে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নও তিনি। যেখানে বাকি চার গ্র্যান্ডমাস্টার সম্মিলিতভাবে জিতেছেন ১৬ বার।