যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবারদের কাছে দলের ভরাডুবির পরিপ্রেক্ষিতে ‘কনজারভেটিভ পার্টি’র নেতৃত্ব থেকে পদত্যাগ করেছেন ঋষি সুনাক। একই সঙ্গে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাচ্ছেন তিনি।
শুক্রবার (৫ জুলাই) এক বিবৃতিতে পদত্যাগের ঘোষণা দেন ঋষি সুনাক। ইতোমধ্যে বাকিংহাম রাজপ্রাসাদে প্রবেশ করে রাজা চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার সকালে রাজার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঋষি সুনাক। এ সময় তিনি প্রধানমন্ত্রী ও ফার্স্ট লর্ড অব দ্য ট্রেজারির দায়িত্ব থেকে পদত্যাগ করেন। রাজা তা গ্রহণ করেছেন।
বাকিংহাম প্যালেস থেকে বের হওয়ার সময় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার স্ত্রী অক্ষতা মূর্তি। সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাজার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন।
নির্বাচনে ভরাডুবির পর কনজারভেটিভ দলের নেতার দায়িত্ব থেকেও পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঋষি সুনাক। ডাউনিং স্ট্রিটে দেয়া শেষ ভাষণে তিনি বলেছেন, ফলাফলের পর আমি দলের নেতার দায়িত্ব থেকে পদত্যাগ করব। তার পদত্যাগে দলটিতে নতুন নেতা নির্বাচনের তোড়জোড় শুরু হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৫০টি আসনের মধ্যে ৬৪৮টির ফল পাওয়া গেছে। এর মধ্যে, বিরোধী দল লেবার পার্টি ৪১২টি আসনে জয়ী হয়েছে। ক্ষমতাসীন কনজারভেটিভ দল পেয়েছে ১২১টি আসন।
এর বাইরে লিবারেল ডেমোক্র্যাট দল ৭১, এসএনপি ৯, এসএফ ৭ ও স্বতন্ত্র ও অপর দলগুলো জিতেছে ২৮টি আসনে। দেশটিতে সরকার গঠনের জন্য প্রয়োজন হয় ৩২৬টি আসন।
নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম পার্টি ও মধ্যপন্থি লিবারেল ডেমোক্র্যাটরা ঋষি সুনাকের দলের ভোটে ভাগ বসিয়েছে। তাদের এখন পার্লামেন্টে বিরোধী দলের আসনে বসতে হবে। কনজারভেটিভ সরকারের অনেক মন্ত্রী নিজের আসনে হেরেছেন। দলটিকে এখন বিরোধী দল হিসেবে ভূমিকা রাখার চ্যালেঞ্জ নিতে হবে।