Published : Thursday, 4 July, 2024 at 12:54 PM, Update: 04.07.2024 1:06:09 PM
নানা সময়ে বিদেশি কোচ নিয়োগ দিয়ে ইতিবাচক ফল পাচ্ছিলো না বাংলাদেশ। তবে সে ধারা থেকে বেরিয়ে এবার দেশি কোচ নিয়োগ দেওয়ার পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের সাবেক তিন ক্রিকেটার রাজিন সালেহ, তুষার ইমরান ও তারেক আজিজকে বিসিবি হাই পারফরম্যান্স কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দেশের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
বিসিবির সবশেষ বোর্ড পরিচালনা পর্ষদে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে ব্যাটিং কোচ হিসেবে রাজিন সালেহ ও তুষার ইমরানকে বেছে নিয়েছে বিসিবি। এছাড়াও তারেক আজিজকে দেওয়া হয়েছে পেস বোলিং কোচের দায়িত্ব।
দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে রাজিন সালে একটু ভিন্ন ছিলেন। তিনি দায়িত্ব নিয়েছেন তিন মাসের জন্য। তার বেতন ধরা হয়েছে দিনপ্রতি সাড়ে সাত হাজার টাকা। বর্তমানে বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের ব্যাটিং কোচ হিসেবে রাজশাহীতে কাজ করছেন রাজিন। এরপর দলের সঙ্গে এইচপি দলের আসন্ন অস্ট্রেলিয়া সফরেও যাবেন তিনি।
আর বাকি দু’জনকে নিয়োগ দেওয়া হয়েছে আগামী ৩ বছরের জন্য। এ সময় মাসে ১ লাখ ৩০ হাজার টাকা বেতন ধরা হয়েছে তুষার ইমরান ও তারেক আজিজের। এর বাইরে মাসে ৬০ হাজার টাকা বেতনে নাদিফ চৌধুরীকে বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি।