Published : Thursday, 4 July, 2024 at 12:05 PM, Update: 04.07.2024 12:26:48 PM
২১৫ কিলোমিটার গতিবেগে ক্যারিবিয়ান অঞ্চলের দেশ জ্যামাইকাতে প্রবল শক্তি নিয়ে আঘাত হেনেছে শক্তিশালী সামুদ্রিক ঝড় হারিকেন বেরিল। এতে এ অঞ্চলে ঝড়ের আঘাতে এ পর্যন্ত সাতজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুলাই) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ঘণ্টায় ১৩০ মাইল (২১৫ কিলোমিটার) বেগে বাতাসসহ ক্যাটাগরি- ৪ এ হারিকেনটি দ্বীপের দক্ষিণ উপকূলে আঘাত হানে।
এতে করে ক্যারিবিয়ান এই দ্বীপে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গাছপালা ভেঙে পড়েছে। এছাড়াও সেখানকার বহু রাস্তা প্লাবিত হয়েছে এবং ঘরবাড়ির ছাদ উড়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ারকৃত ছবিগুলোতে এমনটি দেখা গেছে।
দক্ষিণ সেন্ট এলিজাবেথ প্যারিশের গ্রামীণ কৃষক সম্প্রদায়ের বাসিন্দা অ্যামোয় ওয়েলিংটনের বরাত দিয়ে রয়টার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ‘এটি ভয়ানক। সবকিছু শেষ হয়ে গেছে। আমি আমার বাড়িতে আছি এবং ভয় পাচ্ছি। এটা দুর্যোগ।’
জ্যামাইকায় আগে থেকেই হারিকেন সতর্কতা কার্যকর রয়েছে স্থানীয় সরকার। এছাড়াও সময় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস এর আগে জনগণকে ‘এই হারিকেনকে গুরুত্ব সহকারে নেওয়ার’ আহ্বান জানান জানিয়েছেন।