Published : Thursday, 4 July, 2024 at 11:34 AM, Update: 04.07.2024 11:51:24 AM
বার্বাডোজ ১৬ ঘণ্টায় ১৩৪৫৮ কিলোমিটার পাড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি নিয়ে দেশে ফিরেছে ভারতীয় ক্রিকেট দল।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা ৫ মিনিটে দেশে পা রাখেন রোহিত-বিরাটরা। ভোরবেলা হওয়ার পরেও সেখানে দর্শক কম ছিল না। দেশে নামার পর ভক্তদের সঙ্গে দারুণ কিছু মুহূর্ত উপভোগ করেছেন টিম ভারত। বিমানবন্দর থেকে নামার পর হোটেলে গিয়ে রেষ্ট নেওয়ার পর ভারতের স্থানীয় সময় ১১টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবে দলটি। এরপর থাকবে বিশেষ প্যারেড। সন্ধ্যায় থাকবে আরেকটি বিশেষ অনুষ্ঠান।
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা হারিয়ে দ্বিতীয়বারের মতো এ আসরের ট্রফি জিতে ভারতীয় দল। বিশ্বকাপ জেতার পর পরই দেশের পরিকল্পনা করে করে টিম ম্যানেজমেন্টে। তবে বাধা হয়ে দাড়ায় ঝড়। কারণ সে সময় ওয়েস্ট উইন্ডিজে চলছিল ‘হারিকেন’বেরিলের এর প্রভাব। যার কারণে রোববার থেকে বন্ধ করে দেওয়া হয় ওয়েস্ট ইন্ডিজের বিমানবন্দরগুলি। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী দেশে ফিরতে পারেনি ভারতীয় দল।
বিশ্বজয়ীদের দেশে ফেরাতে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিশেষ বিমানের ব্যবস্থা করেন বিসিসিআই কর্তারা। নিউজার্সির নেয়ার্ক থেকে একটি বিমান চলে যায় বার্বাডোজে। এরপর ভারতীয় সময় বুধবার দুপুর ২টোর সময় বার্বাডোজ থেকে যাত্রা শুরু করে ভারতীয় দলের বিশেষ বিমান। ১৬ ঘণ্টার যাত্রা শেষে দেশে ফিরলেন রোহিত, বিরাটেরা।
বিমানের ভিতরে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল বিশ্বকাপের ট্রফি। বিভিন্ন সময়ে বিভিন্ন ক্রিকেটারদের হাতে ঘুরেছে সেই ট্রফি। কেউই পোজ় দিয়ে ছবি তোলার সুযোগ হাতছাড়া করতে চাননি।