Published : Wednesday, 3 July, 2024 at 11:49 PM, Update: 03.07.2024 11:54:28 PM
নেপালের জোট সরকারের অন্যতম প্রধান শরীক দল কমিউনিস্ট ইউনিফাইড মার্কসিস্ট লেনিনবাদী (ইউএমএল) প্রধানমন্ত্রী পুষ্প কামাল দাহাল সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে সংকটের মুখোমুখি হয়েছেন তিনি।
বুধবার (৩ জুলাই) দলটি এ ঘোষণা দেয়। এছাড়া জোট সরকারে তাদের যে আট মন্ত্রী রয়েছে তারা আজ প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দেবে বলেও জানিয়েছে ইউএমএল। কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
দলটির এক নেতা বলেছেন, ইউএমএল একটি জাতীয় ঐক্য সরকার গঠনের লক্ষ্যে বর্তমান জোট সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে। আজ প্রধানমন্ত্রীকে এ ব্যাপারে অবহিত করা হবে।
জোট সরকারের সবচেয়ে বড় জোট দল সমর্থন প্রত্যাহার করে নেয়ায় পুষ্প দাহালের সিপিএন সংসদে এখন সংখ্যালঘু দলে পরিণত হয়েছে।
নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, গত ২০ মে প্রধানমন্ত্রী পুষ্প দাহাল যখন আস্থা-ভোটের আয়োজন করেন তখন তিনি সংসদের ২৭৫টি ভোটের মধ্যে ১৫৭টি ভোট পান। যার মধ্যে ইউএমএলের ভোট ছিল ৭৭টি। আর প্রধানমন্ত্রী পুষ্পের দল সিপিএনের ছিল মাত্র ৩২টি ভোট।
শরীক দল সমর্থন প্রত্যাহার করে নেয়ায় ক্ষমতায় থাকতে আগামী ৩০ দিনের মধ্যে সংসদে আস্থা-ভোট আয়োজন করতে হবে প্রধানমন্ত্রী পুষ্প দাহালকে। কিন্তু বর্তমান রাজনৈতিক হিসাব-নিকাশ অনুযায়ী তিনি এই ভোটে জয় পাবেন না বলে জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।
চলতি বছরের মার্চে ইউএমএলের সঙ্গে জোট বাধেন পুষ্প দাহাল। এর আগে কংগ্রেসের সঙ্গে তার জোট ছিল। কিন্তু পুরোনো বন্ধুর হাত ছেড়ে ইউএমএলের হাত ধরেছিলেন তিনি।
গতকাল মঙ্গলবার ইউএমএল আনুষ্ঠানিকভাবে পুষ্প দাহালকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার আহ্বান জানায়। যেন তারা সংসদের ৭৬(২) ধারা অনুযায়ী নতুন সরকার গঠন করতে পারে।
এর আগে সোমবার ইউএমএল এবং কংগ্রেস নতুন সরকার গঠনে নিজেদের মধ্যে একটি চুক্তিতে পৌঁছায়। চুক্তি অনুযায়ী, কংগ্রেস নেতা কেপি শর্মা ওলি নতুন ‘জাতীয় ঐক্য সরকার’-এর প্রধানমন্ত্রী হিসেবে দেড় বছর দায়িত্ব পালন করবেন। সরকারের বাকি সময়টায় প্রধানমন্ত্রী হবেন সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দিউবা।
কিন্তু জোটের শরীক দলের শর্ত অনুযায়ী পদত্যাগ না করার সিদ্ধান্ত নেন পুষ্প দাহাল। এর বদলে তিনি সংসদে আস্থা ভোট মোকাবেলা করবেন বলে জানান।