বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের সঙ্গে নতুন চুক্তি করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)- এমনটি জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
মঙ্গলবার (৭ জুলাই) ছিল বিসিবির পরিচালকদের বোর্ড সভা শেষে এ কথা গণমাধ্যমকে বলেন তিনি। সেখানে পাপন বলেন,‘মুশতাকের সঙ্গে চুক্তি নবায়ন করতে আমরা প্রস্তুত। পাশাপাশি আমরা আবার নতুন নতুন কিছু বিকল্পও খুঁজছি, সব জায়গাতেই। দেখা যাক আমাদের কি কি বিকল্প আছে।’
বাংলাদেশে দীর্ঘদিন ধরে সংকট ছিল লেগ স্পিনারের। সেই সংকট কাটিয়ে তুলতেই চলতি বছরের শুরুতে বাংলাদেশ দলের স্পিন কোচ হিসেবে পাকিস্তান কিংবদন্তি মুশতাক আহমেদকে নিয়োগ দেয় বিসিবি।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ তার কাজ শুরু হলেও তার চুক্তি মেয়াদ রাখা হয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। তার অধীনে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্পিন বিভাগে ভালোই উন্নতি দেখা গেছে। বিশেষ করে লেগস্পিনার রিশাদ হোসেনের। এ ছাড়াও দেশের বয়সভিত্তিক দলের সঙ্গেও কাজ শুরু করেছিলেন মুশতাক, সে হিসেবে তাকে আরও বেশি সময়ের জন্য পাওয়া দেশের ক্রিকেটের জন্যই উত্তম।