সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আজমপুর গ্রামের সুরমা নদীতে নৌকা ডুবে মা-মেয়েসহ তিন যাত্রী নিখোঁজ হয়েছেন।
নিখোঁজরা হলেন- জোসনা বেগম (৩২) তার মেয়ে ময়না খাতুন (২) ও বৃদ্ধা গুলজান বেগম (৬৫)।
মঙ্গলবার (২ জুলাই) বেলা ১১টায় আজমপুর মুজিবপল্লী থেকে নৌকা দিয়ে সুরমা নদী পার হয়ে দোয়ারাবাজার শহরে যাচ্ছিলেন তারা। ৭ জন যাত্রীসহ নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয়রা ৪ যাত্রীকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। এ সময় ওই দুই নারী ও এক শিশু প্রবল স্রোতে ভেসে যায়। নৌকাডুবির খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ তিন জনের একজনকেও উদ্ধার করতে পারেনি ডুবুরি দল।
আজমপুর মুজিবপল্লীর বাসিন্দা তারেক মিয়া বলেন, নৌকাটির যাত্রী ধারণক্ষমতা চার জন কিন্তু ৭ জন যাত্রী নিয়ে প্রবল স্রোতের মধ্যে দোয়ারাবাজার যাচ্ছিল। স্রোতের তোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সুরমা নদীতে ডুবে যায়। পরে এলাকাবাসী বড় নৌকা দিয়ে ৪ জনকে উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম বলেন, আজমপুর মুজিবপল্লী থেকে নৌকাটি দোয়ারাবাজার যাচ্ছিল। সুরমা নদীর প্রবল স্রোতে নৌকাটি একপাশে কাত হয়ে ডুবে যায়। পরে কাঠের নৌকাটি ভেসে উঠলেও নিখোঁজদের কোনও সন্ধান পাওয়া যায়নি।
দোয়ারাবাজার ফায়ার সার্ভিসের লিডার মিরাজুল ইসলাম বলেন, নৌকাটি ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়েছিল। প্রবল স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে নৌকাটি ডুবে যায়। নিখোঁজদের সন্ধানে দুই সদস্যের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।