Published : Monday, 1 July, 2024 at 9:52 PM, Update: 01.07.2024 9:56:38 PM
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বেপরোয়া গাড়ির ধাক্কায় আঘাতে নিহত কমপক্ষে ৯ জন হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন।
সোমবার (০১ জুলাই) বিকেলের সিউল সিটি হলের কাছে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিউল পুলিশ। দেশটির টেলিভিশন চ্যানেল ওয়াইটিএন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অন্যান্য দিনের মতো সোমবারও সিউল সিটি হলের কাছে অবকাশ কাটানোর জন্য জড়ো হয়েছিলেন লোকজন। সেসময় হঠাৎ একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে। এতেই ঘটে হতাহতের ঘটনা। তবে কোন বাংলাদেশি রয়েছেন কিনা তা জানা যায়নি।
পুলিশ জানায়, ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এর বাইরে আর কোনো তথ্য প্রকাশ করতে রাজি হয়নি আইনশৃঙ্খলা বাহিনী।
এটি নিছক দুর্ঘটনা না কি সন্ত্রাসী হামলা— তা এখনও স্পষ্ট নয়। সূত্র : রয়টার্স