Published : Monday, 1 July, 2024 at 9:03 PM, Update: 01.07.2024 9:07:30 PM
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধের মাঝে আটক ৫৫ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল সেনাবাহিনী। মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে রয়েছেন আলোচিত আল শিফা হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আবু সেলমিয়াও। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে এ খবর দিয়েছে এপি।।
সোমবার (১ জুলাই) তাদের মুক্তি দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফিলিস্তিনের স্বাস্থ্যবিষয়ক এক কর্মকর্তা।
মূলত কারাগারের ধারণ ক্ষমতা না থাকায় এসব ফিলিস্তিনিকে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন।
এই সম্প্রচার মাধ্যমের তথ্যমতে, ইসরায়েলি কারাগারগুলো বন্দিতে পূর্ণ হয়ে যাওয়ায় আল-শিফা হাসপাতালের পরিচালক মুহাম্মদ আবু সালমিয়াসহ কয়েক ডজন ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হয়েছে।
মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরায়েলের কারাগারে তাদের প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। তাদের অনেককে আল-আকসা এবং আল-নাসের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আল-শিফা হাসপাতালের পরিচালক জানান, ফিলিস্তিনি বন্দিরা কারাগারে খাবার, পানির অভাব আর নির্যাতন সহ্য করে দুঃখজনক অবস্থায় আছেন।
তিনি আরও বলেন, শত শত চিকিৎসাকর্মীকে ইসরায়েলি বাহিনী আটকে রেখেছে এবং অনেক ফিলিস্তিনি বন্দিকে নির্যাতনের সময় হত্যা করা হয়েছে।
গত বছরের অক্টোবরে গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই শত শত ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে নেতানিয়াহু বাহিনী। এতে হাজার হাজার ফিলিস্তিনিতে ভরে যায় ইসরায়েলি কারাগারগুলো। কারাগারগুলোতে বন্দির সংখ্যা এতই বেশি যে সেখানে ঠিক কতজন বন্দি আছেন সে তথ্য কারা কর্তৃপক্ষও জানে না।
গত বছরের ২৩ নভেম্বর আল-শিফা মেডিকেল কমপ্লেক্স থেকে সামরিক অভিযান চালিয়ে আবু সালামিয়াকে গ্রেপ্তার করা হয়।