নারায়ণগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে তেলবোঝাই একটি ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুন নেভানোর পর ট্রলারে তল্লাশি চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। আহত হয়েছে আরও একজন। ট্রলারে থাকা আরও তিনজন এখনো নিখোঁজ রয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির তার নাম পরিচয় পাওয়া যায়নি।
বুধবার (২৬ জুন) দুপুর দেড়টার দিকে মেঘনা ও যমুনা ডিপোর পাশে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ঢাকা থেকে আরও পাচঁটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোলার মনপুরা দ্বীপ থেকে আসা ট্রলারটি ফতুল্লার মেঘনা ডিপোতে জ্বালানি তেল বোঝাই করছিল। এসময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। ট্রলার থেকে আহত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভায়।
ফায়ার সার্ভিসের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের ঢাকা নারায়ণগঞ্জের নয়টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, ওই ট্রলারের পেছনে রান্না চলছিল, সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটতে পারে।
অগ্নিকাণ্ডের ঘটনায় কামাল নামে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া এখনও তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধান চলছে বলে জানান তিনি।