ভোলার পূর্ব ইলিশা নৌ থানায় ‘মিস ফায়ারে’ এক এএসআই গুলিবিদ্ধ হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৩ জুন) বিকালের দিকে নৌ থানার ভিতরে এ ঘটনা ঘটে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন কুমার সরকার।
আহত মো. মোক্তার হোসেন প্রায় দুই বছর ধরে এই থানায় কর্মরত আছেন। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়।
সন্ধ্যায় থানা পরিদর্শনে এসে অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার সরকার সাংবাদিকদের বলেন, এএসআই মোক্তার হোসেন ডিউটিতে যাওয়ার জন্য অস্ত্রাগার থেকে অস্ত্র বুঝে নেয়ার সময় মিস ফায়ার হয়ে গুলিবিদ্ধ হন। প্রত্যক্ষদর্শী কেউ থানায় না থাকায় এর বেশি জানা যায়নি।
তিনি কিভাবে গুলিবিদ্ধ হলেন তা তদন্ত হলে জানা যাবে বলে জানান রিপন কুমার।
ঘটনার সময় নৌ থানায় আট সদস্য ছিলেন। মোক্তার একটি বিশেষ অভিযানে চট্টগ্রামের কাপ্তাই যাওযার প্রস্তুতি নিচ্ছিল। তখনি গুলির ঘটনা ঘটে। প্রথমে তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে এএসআইকে বরিশাল স্থানান্তর করা হয়।
পূর্ব ইলিশা নৌ থানার ওসি বিদ্যুৎ বড়ুয়া এবং দুজন কনস্টবল তাকে নিয়ে বরিশাল গেছেন। বাকি পাঁচজন এখন থানায় আছেন।
এ ব্যাপারে জানতে ওসি বিদ্যুৎ বড়ুয়াকে মোবাইলে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।