প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির স্থানীয় সময় রোববার (২৩ জুন) ভোর সাড়ে চারটার দিকে মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশের ডুক্সি গ্রামে ভূমিধসের ঘটনায় চারটি বাড়ি মাটির নিচে চাপা পড়ে। এতে অন্তত আটজনের প্রাণহানি ঘটে।
এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে বৈরী আবহাওয়ার বিষয়ে উচ্চ-সতর্কতা জারি করা হয়েছে।
চীনের হুবেই ও আনহুইসহ কয়েকটি প্রদেশে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে দেশটির আবহাওয়া-বিষয়ক কর্তৃপক্ষ। এসব রাজ্যে ভারি বর্ষণের পূর্বাভাস দিয়ে সর্বোচ্চ চার নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
এর আগে গত ২১ জুন চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দেশটির দক্ষিণাঞ্চলীয় ও ঘনবসতিপূর্ণ গুয়াংডং প্রদেশে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে চীনের উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত গুয়াংডংয়ে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন।